Jeet Ganguly Birthday: 'মনে রেখো আমার এ গান', একনজরে জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরসৃষ্টি
আজ জন্মদিন টলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের। তবে, তিনি শুধুমাত্র সঙ্গীত পরিচালকই নন, জনপ্রিয় গায়কও বটে। পাশাপাশি টলিউডের গণ্ডী পেরিয়ে তিনি পৌঁছে গিয়েছেন বলিউডেও। সেখানেও একাধিক ছবিতে গানে সুর দিয়েছেন। আজ জিৎ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে চোখ বুলিয়ে নেওয়া যাক তাঁর সৃষ্টি করা সেরা গানগুলিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলা ছবির জগতে জিৎ গঙ্গোপাধ্যায়ের আত্মপ্রকাশ হয় 'প্রেমী' ছবি দিয়ে। এই ছবির প্রত্যেকটি গানেই সুর দিয়েছেন তিনি। 'মনে রেখো আমার এ গান' গিয়ে তাঁর বাংলা গানে সুর দেওয়া শুরু। আর তাই এত বছর পর আজও তাঁর গান মনে রেখেছেন দর্শকেরা।
'প্রেমী' মুক্তি পাওয়ার বছরই মুক্তি পায় আর এক হিট বাংলা ছবি 'বন্ধন'। এই ছবিতে তাঁর সুর দেওয়া 'সে ছিল বড়ই আনমনা' থেকে 'কিছু হাসি কিছু আশা' শ্রোতাদের মনে গেঁথে রয়েছে।
জিৎ-কোয়েল অভিনীত 'শুভদৃষ্টি' ছবির প্রত্যেকটি গানই অত্যন্ত জনপ্রিয় হয়। 'তুমি আমার চিরসাথী' থেকে 'মন রাগে অনুরাগে' আজও অনুরাগীদের মুখে মুখে ফেরে।
একের পর এক হিট গানে সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। 'হিরো' ছবির 'মন যাকে খোঁজে' থেকে 'প্রিয়তমা' ছবির টাইটেল ট্র্যাক। প্রত্যেকটি সমান জনপ্রিয়তা পায়।
২০০৪ সাল থেকে বাংলা ছবির জগতে কার্যত রাজত্ব করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর সৃষ্টি করা সুরে গলা দিয়েছেন, বাংলা থেকে বলিউডের নানা সঙ্গীতশিল্পী। তেমনই তাঁর সৃষ্টি করা সুরে ঠোঁট মেলাতে দেখা গিয়েছে বাংলা ছবির প্রায় সমস্ত তারকাকে।
হিন্দি ছবির জগতেও দাপটে কাজ করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। ২০০১ সাল থেকে বলিউডে কাজ করছেন। তবে, তাঁর হিন্দি গান সবথেকে বেশি জনপ্রিয়তা পায় 'ব্লাড মানি' ছবি দিয়ে। 'যো তেরে সং' থেকে 'গুনাহ' প্রত্যেকটি গানই বিপুল জনপ্রিয়তা পায়।
বলিউডের অন্যতম হিট ছবি 'আশিকি টু'তে সুর দিয়েছেন জিৎ। তাঁর তৈরি করা 'পিয়া আয়ে না', 'চাহু ম্যায় ইয়া না'র জনপ্রিয়তা চোখে পড়ার মতো।
রাজকুমার রাও এবং পত্রলেখা অভিনীত 'সিটিলাইটস' ছবিতে সুর দিয়েছেন জিৎ। তাঁর সৃষ্টি করা 'মুসকুরানে কি ওয়াজা তুম হো' আজও বহু মানুষের মোবাইলের রিংটোন।
'খামোশিয়া', 'মিস্টার এক্স' এবং আরও অনেক ছবিতে তিনি গানে সুর দিয়েছেন। জিৎ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -