Jodha Akbar Golden Truth:ঐশ্বর্য রাইয়ের এই লুকের জন্য ২০০ কেজি সোনা দিয়ে গহনা তৈরি করেছিলেন ৭০ স্বর্ণকার, মোতায়েন হয়েছিল ৫০ রক্ষী
অভিনয়ের সঙ্গে সঙ্গে সৌন্দর্য ও লুক নিয়েও অনুরাগীদের আলোচনার কেন্দ্রে থাকেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই। রিল লাইফই হোক বা রিয়েল লাইফ, যে কোনও ক্ষেত্রেই তাঁর স্টাইল অনুরাগীদের নজর কেড়ে নেয়। ঐশ্বর্য খুব কমই কৃত্রিম জুয়েলারির ব্যবহার করে থাকেন। এমনটাই হয়েছিল তাঁর এক হিট সিনেমা জোধা আকবর-এও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজোধা আকবর সিনেমায় ঐশ্বর্য রাই রানি জোধার চরিত্রে অভিনয় করেছিলেন। এই সিনেমায় প্রতিটি দৃশ্যকে রিয়েল লুক দিতে চেয়েছিলেন নির্মাতা। এক্ষেত্রে কোনও রকম খুঁত রাখতে চাননি তাঁরা।
ঐশ্বর্য পুরো সিনেমায় যে গহনা পরেছিলেন,সেগুলির একটিও নকল ছিল না। সোনা ও দামী রত্ন ও মোতি দিয়ে এই গহনাগুলি তৈরি হয়েছিল। আর এই সাজে তাঁকে প্রকৃত মহারাণীর মতো দেখিয়েছিল।
ওই সিনেমায় ঐশ্বর্য যে গয়না পরেছিলেন, সেগুলি তৈরি করতে প্রায় ২০০ কেজি সোনার ব্যবহার করা হয়েছিল। বড় বড় হার, মাথার টিকলি থেকে প্রত্যেক অ্যান্টিক জুয়েলারি সোনা ও মোতি দিয়ে তৈরি হয়েছিল।
এই সমস্ত গহনার ওজন ছিল প্রায় ৪০০ কেজি। এই গহনাগুলি প্রস্তুত করেছিলেন প্রায় ৭০ জন কারিগর। আর এগুলির সুরক্ষায় নিযুক্ত করা হয়েছিল ৫০ জন রক্ষীকে।
ঐশ্বর্য রাইয়ের জোধা লুক এখনও মহিলাদের কাছে খুবই জনপ্রিয়।
সিনেমা রিলিজ হওয়ার পর এ ধরনের রাজপুত গহনার চাহিদা বেড়ে গিয়েছিল।
এই সিনেমায় ঐশ্বর্যর বিপরীতে আকবরের চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক রোশন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -