Kacher Manush: 'জুলফিকর'থেকে 'কাছের মানুষ', দুই ছবিতে বুম্বাদার সঙ্গে অভিনয় করার মধ্যে ফারাক রয়েছে: দেব
আগামী ৩০ তারিখ মুক্তি পাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও ইশা সাহা অভিনীত নতুন ছবি কাছের মানুষ। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির দুটি গান, চুম্বক মন ও টাকা লাগে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'গোলন্দাজ'-এর পরে এই ছবিতে দ্বিতীয়বার জুটি বাঁধছেন দেব ও ইশা। দেবের চরিত্রের নাম কুন্তল ও ইশার চরিত্রের নাম আলো।
ছবির সিংহভাগ অংশে দেব স্ক্রিনশেয়ার করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। ছবির গল্পে, প্রসেনজিৎ তাঁর কাছে মৃত্যু বিক্রি করতে আসে।
২০১৬ থেকে ২০২২, বুম্বাদার সঙ্গে কাজ করায় কতটা পার্থক্য? দেব বলছেন, 'দুটো ছবিতে কাজের মধ্যেই বিস্তর ফারাক। জুলফিকরে আমি কেবল একজন অভিনেতা ছিলাম। আমার সংলাপ ছিল না, বুম্বাদার সঙ্গে খুব বেশি দৃশ্যই ছিল না। '
দেব আরও বলছেন, ''কাছের মানুষ'-এ আমি প্রযোজক, অভিনেতাও। আমার কাছে যখন ছবির চিত্রনাট্যটা আসে, আমার মনে হয়েছিল, এই চরিত্রটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া আর কেউ করতে পারবেন না। যদি বুম্বাদা রাজি না হতেন, তাহলে হয়তো 'কাছের মানুষ' ছবিটাই তৈরি হত না।'
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয়, কতটা প্রস্তুতি নিতে হয়েছিল দেবকে? প্রশ্ন শেষ না হতেই দেব বললেন, 'আসলে এই ছবিতে বুম্বাদা আর আমিই হিরো হিরোইন। বুম্বাদা হিরো.. আর আমি হিরোইন'। ইশা পাশ থেকে খুনসুটি করে যোগ করলেন, 'আমরা সবাই কিন্তু পার্শ্বচরিত্র'।
শ্যুটিংয়ের অভিজ্ঞতা এবিপি লাইভের সঙ্গে শেয়ার করে নিয়েছেন ইশা। গানের শুরুটাই হয়েছিল খাওয়া দাওয়া দিয়ে.. আর তারপর, গোটা কলকাতা ঘুরে বেড়ানো, এগরোলে কামড়। 'কাছের মানুষ'-এর নতুন গানে ফ্রেমবন্দি হয়েছে কলকাতার আনাচ কানাচ।
কলকাতায় রাস্তায় হাঁটছেন দেব ইশা, ক্যামেরা চলছে। হঠাৎ পিছন থেকে চিৎকার! ইশা বলছেন, 'দেবের সঙ্গে আমি এর আগেও কাজ করেছি। ফলে ওর সঙ্গে একটা বোঝাপড়া রয়েছে। তবে বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) (Prosenjit Chatterjee)-এর সঙ্গে এটা আমার প্রথম কাজ। '
ইশা বলছেন, 'আমি বুম্বাদা আর দেবের সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি, ওদের গ্রহণযোগ্যতা ঠিক কতটা। কলকাতার রাস্তায় শ্যুটিং করছি। আমি আর দেব যাচ্ছি.. আর স্কুল ছুটি হয়েছে। পিছন থেকে এক বাস মেয়ে চিৎকার করে উঠল বাস থেকে.. 'দেবদা'....। রাস্তায় বারে বারে মেয়েরা ভিড় করে দাঁড়িয়ে যাচ্ছে। আমি কিন্তু এই বিষয়টা বেশ উপভোগ করেছি।'
শ্যুটিংয়ের মধ্যে নাকি ডায়েট ভুলেছিলেন দেব-ইশা! দেব বলছেন, 'উত্তর কলকাতায় শ্যুটিং, রাস্তায় যা যা খাবার পেয়েছি সব খেয়েছি। শ্যুটিংয়ে নিয়মিতভাবে ঝালমুড়ি খাওয়া হত।' ইশা যোগ করলেন, 'মনে আছে.. কলেজস্ট্রিটে আমরা ডালবড়া খেয়েছিলাম... সেই ফুটেজও রয়েছে বোধহয়...'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -