Asia Cup 2022: নাসিম থেকে নিশাঙ্কা, এশিয়া কাপে প্রভাবিত করেছেন এই পাঁচ তরুণ
শ্রীলঙ্কার ভবিষ্যৎ প্রজন্মের সবথেকে প্রতিশ্রুতিমান ব্যাটারদের মধ্য়ে অন্যতম হলেন পাথুম নিশাঙ্কা। চলতি এশিয়া কাপে নিজের দক্ষতার প্রমাণও দিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই এশিয়া কাপে ৪১-র অধিক গড়ে ১৬৫ রান করেছেন ২৪ বছর বয়সি নিশাঙ্কা।
এশিয়া কাপ ফাইনালে নতুন বলে নিশাঙ্কার বিরুদ্ধে নাসিম শাহের লড়াইটা কিন্তু দেখার মতো হবে।
পাকিস্তান দলকে শাহিন শাহ আফ্রিদির অভাব বুঝতেই দেননি ১৯ বছর বয়সি নাসিম শাহ। চার ম্যাচে ছয় উইকেট নিয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে চেনা মুখ মুজিব উর রহমান। তবে তাঁর বয়স যে এখনও মাত্র ২১ তা ভুলে গেলে চলবে না।
টুর্নামেন্টের পাঁচ ম্য়াচে সাত উইকেট নিয়েছেন মুজিব। গ্রুপ পর্বে আফগানিস্তানের দুই ম্যাচ জেতার পিছনে বড় ভূমিকা ছিল মুজিবের।
আফগান দলে শুধু মুজিব নয়, অল্প বয়সি বেশ কয়েকটি তারকাই রয়েছেন। তাই তালিকায় দ্বিতীয় আফগানি হিসাবে ইব্রাহিম জাদারানের নাম দেখে কারুরই অবাক হওয়ার কথা নয়।
বিরাট কোহলি ও মহম্মদ রিজওয়ানের পরেই টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ১৯৬ রান করেছেন ইব্রাহিম জাদরান।
পরিসংখ্যানগত দিক থেকে অর্শদীপ সিংহের টুর্নামেন্ট খুব একটা ভাল যায়নি। পাঁচ ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন তিনি।
তবে চাপের মুখে একাধিক ম্যাচে ২৩ বছর বয়সি অর্শদীপ যেভাবে বোলিং করেছেন, তাতে ভারতীয় দল ভবিষ্যতে তাঁকে নিয়ে আশা করতেই পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -