Kajol Birthday: 'বাজিগর' থেকে 'মাই নেম ইজ খান', জন্মদিনে ফিরে দেখা কাজলের সেরা ১০ ছবি
৪৮-এ পা দিলেন বলিউড অভিনেত্রী কাজল। তিনি এমন এক মহিলা যে সমানভাবে ব্যক্তিগত ও কাজের জীবন সামলে চলেন। এই বিশেষ দিনে দেখা যাক কাজলের দুর্ধর্ষ কিছু সিনেমার নাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাজিগর (১৯৯৩): শাহরুখ খান, শিল্পা শেট্টির সঙ্গে পাল্লা দিয়ে অভিনয়। আব্বাস-মাস্তান পরিচালিত এই ছবি তাঁর কেরিয়ারের একেবারে শুরুর দিকের ছবি।
দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে (১৯৯৫): আদিত্য চোপড়া পরিচালিত ছবি 'ডিডিএলজে'। শাহরুখ-কাজল জুটির অন্যতম জনপ্রিয় ও সফল ছবি। সেই সঙ্গে অমরিশ পুরি ও অনুপেম খেরের সঙ্গত।
গুপ্ত (১৯৯৭): রাজীব রাইয়ের পরিচালনায় এই ছবি তৈরি হয়। ববি দেওল ও মণিশা কৈরালার সঙ্গে এই ছবিতে অভিনয় করেন। 'ফিল্মফেয়ার বেস্ট ভিলেন ট্রফি'ও পান কাজল।
ইশক (১৯৯৭): ইন্দ্র কুমার এই ছবিতে রিয়েল লাইফ জুটি অজয় দেবগণ ও কাজলকে এক ছবিতে কাস্ট করেন। সঙ্গে ছিলেন আমির খান ও জুহি চাওলা।
দুশমন (১৯৯৮): তনুজা চন্দ্র পরিচালিত এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন কাজল। সঙ্গে ছিলেন সঞ্জয় দত্ত। নেগেটিভ চরিত্রে দেখা যায় আশুতোষ রানা।
পেয়ার তো হোনা হি থা (১৯৯৮): হলিউডের এক হিট ছবির আনঅফিসিয়াল রিমেক এটি। অনীস বাজমি পরিচালিত এই ছবিতেও দেখা যায় কাজল-অজয়কে।
কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮): সুপারহিট শাহরুখ-কাজল জুটির আরও এক ব্লকবাস্টার ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'। এই ছবিতে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায় ও সলমন খানও।
কভি খুশি কভি গম (২০০১): দুর্দান্ত কাস্ট, বিগ বাজেট, গ্র্যান্ড সেট। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃত্বিক রোশন, করিনা কপূর। কর্ণ জোহরের ফ্যামিলি ড্রামা ঘরানার এই ছবিতেও নজর কেড়েছিলেন অভিনেত্রী।
ফনা (২০০৭): অন্ধ জ়ুনির চরিত্রে অভিনয় করেন কাজল। বিপরীতে ছিলেন আমির খান। এরপর তাঁর দৃষ্টিশক্তি ফেরত আসে ধীরে ধীরে বদলে যায় তাঁর জীবন। কুণাল কোহলির পরিচালনায় তৈরি।
মাই নেম ইজ খান (২০১০): ফের একবার শাহরুখ-কাজল জুটি। ধর্মীয় সমস্যার কথা তুলে ধরা হয় কর্ণ জোহর পরিচালিত এই ছবিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -