Kanchan-Sreemoyee: বাঙালি মেনুতে এলাহি আইবুড়োভাতের আয়োজন, শ্রীময়ীকে নিজের হাতে খাইয়ে দিলেন কাঞ্চন
আর এক সপ্তাহ পরেই বিয়ের পিঁড়িতে বসবেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজ। আর তার আগে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হবু বর-কনে দুজনেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর তারমধ্যেই, সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। বন্ধুরা আইবুড়ো ভাতের আয়োজন করেছিলেন কাঞ্চন ও শ্রীময়ীর।
বাঙালি একটি রেস্তোরাঁয় বন্ধুরা আয়োজন করেছিলেন এই আইবুড়ো ভাতের। পাতে ছিল ডাব-চিংড়ি থেকে শুরু করে বাসন্তী পোলাও, পাঁঠার মাংস, লুচি ও আরও একাধিক সাবেকি বাঙালি খাবার।
মালা পরিয়ে, বন্ধুরা একে একে কাঞ্চন-শ্রীময়ীকে খাইয়েও দেন। ফুল দিয়ে সাজানো হয়েছিল গোটা টেবিল। সব মিলিয়ে বেশ জমজমাট আয়োজন।
আপাতত ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শ্রীময়ী। সামনেই বিয়ে, ছুটি নিতে হবে। তাই ধারাবাহিকে ব্যাঙ্কিংয়ের চাপ রয়েছে।
শ্রীময়ী বলছেন, 'আমার ধারাবাহিকের গোটা টিমই আমায় ভীষণ সহযোগীতা করেছে। একেবারে শেষ মুহূর্তে বিয়ের খবর দিয়েছিলাম। তারপরেও ছুটি পেয়েছি। তবে ব্যাঙ্কিয়ের চাপ তো রয়েছে। তাই শ্যুটিং চলছে জোরকদমে। অন্যদিকে, কাঞ্চনেরও শ্যুটিং চলছে একাধিক। সারাদিন ওও ব্যস্ত থাকছে। সারাদিন প্রায় কথাই হচ্ছে না।'
বিয়ের পোশাক নিয়ে যেমন অন্যান্য মেয়েদের স্বপ্ন থাকে, তেমনই রয়েছে শ্রীময়ীয়েরও। অভিনেত্রী বলছেন, 'মুম্বই থেকে এক ডিজাইনার বন্ধু আসার কথা ছিল। ঠিক হয়েছিল, তিনিই পোশাক পরিকল্পনা করবেন আমার আর কাঞ্চনের।'
শ্রীময়ী বলছেন, ' তারপরে হিসেব করে দেখলাম, মুম্বই থেকে পোশাক তৈরি হয়ে আসার আর সময় নেই। আসলে সমস্ত প্ল্যানটাই তো হয়েছে শেষ মুহূর্তে.. ফলে সব সখপূরণের সময় হচ্ছে কই। মুম্বইয়ের ডিজাইনারের পোশাকের পরিকল্পনা বাতিল করে তাই, আমি নিজেই এখন মাঠে নেমে পড়েছি। নিজেই ডিজাইন করছি কাঞ্চন আর আমার পোশাক।'
কী কী বিশেষত্ব থাকছে সেই পোশাকে? শ্রীময়ী বলছেন, 'শাড়ি আমার ভীষণ পছন্দ। তাই অন্য অনেক পরিকল্পনা থাকলেও, শাড়ির মায়া আমি ছাড়তে পারব না। প্রাচ্য আর পাশ্চাত্য, দুয়ের ছোঁয়াই থাকবে পোশাকে।
শ্রীময়ী বলছেন, 'পরিকল্পনা করেছি, কাঞ্চন আর আমি পোশাকের রং মিলিয়েই পরব। তবে কাঞ্চন একেবারেই সাজতে ভালবাসে না। সামান্য রূপটানেও ওর আপত্তি। ও যেমনটা, তেমনটাই দেখাতে চায় সবাইকে। ফলে সব দায়িত্বই আমার। শেষ মুহূর্তে কাজ করছি, দেখি কতটা সামলাতে পারি।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -