Kanchan Sreemoyee Marriage: লাল পোশাকে রংমিলান্তি, বিশেষ দিনের মেনু, কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের অ্যালবাম
অবশেষে তাঁদের প্রেম নাম পেল, সম্পর্ক পেল, পেল আইনি সিলমোহর। আইনি বিয়ে সারলেন তৃণমূলের সাংসদ অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৪ ফেব্রুয়ারি, ভালবাসার দিনে সাত পাকে বাঁধা পড়লেন দীর্ঘদিনের চর্চিত এই যুগল। তাঁদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক পরিণতি পেল বিবাহে।
১৯ তারিখ প্রায় মধ্যরাতে প্রকাশ্যে আসে কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের খবর। এরপরে, সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী।
১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরেছেন কাঞ্চন ও শ্রীময়ী। লাল শেরওয়ানি ও শাড়িতে সেজেছিলেন তাঁরা। এদিন যেমন কোর্ট ম্যারেজ সারেন তাঁরা, তেমনই মালাবদলও করেন। তবে হয়নি সিঁদুরদানের মতো সামাজিক রীতি।
আগামী ৬ মার্চ সামাজিক রীতি মেনে সাত পাকে বাঁধা পড়বেন কাঞ্চন-শ্রীময়ী। বিশেষ দিনের জন্য বিশেষ পরিকল্পনা করেছেন শ্রীময়ী। মুম্বইয়ের ডিজাইনারের পোশাকে সাজবেন তাঁরা।
আজ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে শ্রীময়ী লিখেছেন, 'জীবনে একবারই এমন মানুষ আসে, যে তোমার মন গলিয়ে দেবে। যাকে দেখলে পেটের মধ্যে প্রজাপতি উড়ছে বলে মনে হয়। যার সামনে দাঁড়ালে তোমার হাঁটু কেঁপে যায় অনায়াসে।'
শ্রীময়ী লিখছেন, ' জীবনে এমন মানুষ খুব কম পাওয়া যায়, যে তোমার জীবনের সমস্ত ভাল ও খারাপে তোমার সঙ্গে থাকবে। এমন মানুষ পাওয়া খুব কঠিন, যে তোমার জীবনে এসে জীবনকে আলোকিত করে তোলে। '
শ্রীময়ী লিখছেন, ' এমন মানুষ যদি তোমার জীবনে আসে, তাকে যত্ন করো, ভালবাসো, আগলে রাখো, যতটা যত্ন যে প্রত্যাশা করে.. ততটাই তাঁকে দাও। তুমি আমার ভালবাসা মিস্টার মল্লিক।'
কাঞ্চনের সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী পিঙ্কির বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরেই তাঁদের বিচ্ছেদের মামলা চলছিল। সেই সম্পর্ক আইনতভাবে শেষ হওয়ার পরেই নতুন অধ্যায় শুরু হল কাঞ্চনের জীবনে। সঙ্গী শ্রীময়ী।
শ্রীময়ী এবিপি লাইভকে জানিয়েছেন, ১৪ তারিখ যেহেতু সরস্বতী পুজো ছিল তাই একেবারে নিরামিষ মেনুতে ছিল ফ্রায়েড রাইস, ফুলকপির রসা, পনির বাটার মশলা, চাটনি, পায়েস আর মিষ্টি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -