Kangana Ranaut: কলকাতায় শ্যুটিং, পর্দায় বাংলার কিংবদন্তিকে ফুটিয়ে তুলবেন কঙ্গনা
এবার বাংলার কিংবদন্তির চরিত্র বড় পর্দায় ফুটিয়ে তুলবেন বলিউডের 'কুইন'! ‘পরিণীতা’-খ্যাত পরিচালক প্রদীপ সরকার এবার পর্দায় নিয়ে আসতে চলেছেন বাংলার ইতিহাসের এক চরিত্রকে। নটি বিনোদিনী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর চমক রইল সেই চরিত্রায়ণে। বাংলার কিংবদন্তির চরিত্রে পর্দায় দেখা যাবে কঙ্গনা রানাউত (Kangana Ranaut)-কে।
আজ ইনস্টাগ্রাম স্টোরিতে নটি বিনোদিনীর একটি ছবি শেয়ার করে নিয়েছেন কঙ্গনা। যদিও এই প্রথম নয়, এর আগেও ঐতিহাসিক চরিত্রে দেখা গিয়েছিল কঙ্গনা রানাউতকে।
‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ (Manikarnika: The Queen of Jhansi) ছবিতে রানি লক্ষ্মী বাঈ (Laxmi Bai), ‘থালাইভি’-তে (Thalaivi) জয়ললিতা (Joylalita) এবং ‘এমার্জেন্সি’ (Emergency) ছবিতে ইন্দিরা গাঁধীর (Indira Gandhi) চরিত্রে দেখা গিয়েছিল কঙ্গনাকে।
আর এবার তাঁকে দেখা যাবে বাংলার এক আইকনের চরিত্রে। ছবি নিয়ে ইতিমধ্যেই উচ্ছসিন অনুরাগীরা।
একটি বিবৃতিতে কঙ্গনা জানিয়েছেন, তিনি প্রদীপ সরকারের কাজের অনুরাগী। এই সুযোগটা পেয়ে আমি ভীষণ খুশি। ওঁর সঙ্গে এটা আমার প্রথম কাজ হতে চলেছে।
কঙ্গনা আরও জানিয়েছেন, 'গোটা ভারতবর্ষে এক আইকনিক চরিত্রকে আমি পর্দায় ফুটিয়ে তুলব ভেবেই উত্তেজনা হচ্ছে। অধীর আগ্রহে অপেক্ষা করছি কাজ শুরু করার।
সূত্রের খবর, এই ছবির শ্যুটিং হবে কলকাতাতেই। তবে কঙ্গনা ছাড়া এই ছবিতে আর কে কে থাকবেন তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কবে ছবির শ্যুটিং শুরু হবে তাও এখনও জানা যায়নি। এই ছবি বিনোদিনীর জীবনীচিত্র কি না তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত উল্লেখ্য, পরিচালক রামকমল মুখোপাধ্যায় নটী বিনোদিনীকে নিয়ে জীবনীচিত্র তৈরি করছেন। সেই ছবিতে নামভূমিকায় অভিনয় করছেন রুক্মিণী মৈত্র
- - - - - - - - - Advertisement - - - - - - - - -