Sunny Deol Birthday: তারকা-সন্তান, মেগাস্টার ছিলেন নিজেও, ডিম্পলের সঙ্গে কি আজও সম্পর্ক রয়েছে! সানিকে ঘিরে ধোঁয়াশা
বিখ্যাত বাবার ছেলে। তবে শুধু সেই পরিচয়ে বাঁচেননি। বলিউডে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে পেরেছিলেন সানি দেওল। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শককে। বক্সঅফিসে নিত্য-নতুন রেকর্ড গড়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু সময় সবসময় এক যায় না। সানির ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। একসময় নিশ্চিন্তে তাঁর কাঁধে বড় বাজেটের ছবি উতরে যেত। কিন্তু নিজেদের প্রযোজনা সংস্থা ছাড়া এ যাবৎ তেমন দেখাই যায় না সানিকে।
সম্প্রতি ফের কামব্যাক করেছেন সানি। তবে আগের সেই সাফল্য পাবেন কি না, তা নিয়ে ধন্দ রয়েছে। ১৯ অক্টোবর জন্মদিব সানির। জেনে নিন তাঁর সম্পর্কে কিছু তথ্য।
সানির আসল নাম অজয় সিংহ দেওল। ছোটবেলা থেকে সানি নামে ডাকতেন বাড়ির লোকজন। সিনেমায় ডাকনামই ব্যবহার করেন তিনি।
পর্দায় যতই তাঁর ভাবমূর্তি ‘মাচো ম্যান’ হোক না কেন, বাস্তবে মিতভাষী সানি। মুখচোরাও। ইংল্যান্ডে অভিনয় নিয়ে পড়াশোনা করেন। বার্মিংহামে ওল্ড ওয়র্ল্ড থিয়েটারে পড়াশোনা করেন।
পাঞ্জাবি জাঠ পরিবারের ছেলে। পঞ্জাবে আজও তাঁর অনুরাগীর সংখ্যা অসংখ্য। ‘গদর’ পঞ্জাবে এত হিট হয়েছিল যে সকাল ৬টা থেকে শও শুরু করতে হতো।
কেরিয়ারে দুইটি জাতীয় পুরস্কার জিতেছেন সানি। ১৯৯০ সালে ‘ঘায়েল’ ছবির জন্য এবং পরে ১৯৯৩ সালে ‘দামিনী’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পান।
শোনা যায়, ‘দামিনী’ ছবিতে প্রথমে ছোট্ট চরিত্রে অভিনয়ের কথা ছিল সানি। কিন্তু তাঁর অভিনয়ে এতটাই মুগ্ধ হন পরিচালক যে চরিত্রের দৈর্ঘ্য বাড়িয়ে দেন। হলিউড তারকা সিলভেস্টার স্ট্যালোনের অনুরাগী সানি। শরীরচর্চার প্রতি তাঁর বিশেষ অনুরাগ রয়েছে।
দীর্ঘ কেরিয়ারে দুই বার পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছে সানিকে। ১৯৯৯ সালে ‘দিল্লাগি’ এবং ২০১৬ সালে ‘ঘায়েল ওয়ান্স এগেইন’ ছবি পরিচালনা করেন। ধর্মবেগে আঘাত হানতে পারে আশঙ্কায় সানির ছবি ‘মহল্লা আশি’ নিষিদ্ধ করে দেয় সেন্সর বোর্ড।
স্ত্রী পূজা দেওল এবং দুই ছেলে কর্ণ ও রাজবীরকে নিয়ে সংসার সানির। তবে বহু বছর ধরেই ডিম্পল কাপাডিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলে শোনা যায়। কয়েক বছর আগে বিদেশে হাতে হাত রেখে দেখাও যায় তাঁদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -