পরিবারের ইচ্ছে, বেঙ্গালুরুতে বাবা-মায়ের শেষকৃত্যের স্থানেই চিরঘুমে শায়িত থাকবেন পুনিত
মাত্র ৪৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কন্নড় তারকা পুনিত রাজকুমার। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সকালে নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন কন্নড় ছবির সুপারস্টার পুনিত রাজকুমার। বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এরপর সকাল ১১.৩০ নাগাদ তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়।
এরপর আরও বেলার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রিয় তারকার হঠাৎ মৃত্যুর খবরে শোকস্তদ্ধ অনুরাগীরাও।
শুক্রবারই পুনিতের দেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। আজ অর্থাৎ শনিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
বেঙ্গালুরুতে বাবা রাজকুমারের যেখানে শেষকৃত্য হয়েছিল, তার পাশেই রাখা হবে পুনিতের নশ্বর দেহ। সিনিয়ার আইএএস অফিসার এন মনজুনাথ প্রসাদ এই কথা জানিয়েছেন।
কেবল বাবা নয়, পুনিতের মা প্রভাথাম্মার শেষকৃত্যও হয়েছিল বেঙ্গালুরুর ওই স্থানেই। পরিবারের ইচ্ছা অনুয়ায়ী, বাবা-মায়ের শেষকৃত্য হওয়ার স্থানেই শেষকৃত্য হবে পুনিতের।
শনিবার সন্ধে পর্যন্ত পুনিতের দেহ রাখা থাকবে কান্তিরাভা স্টেডিয়ামে। সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।
এরপর শনিবার রাতে পুনিত রাজকুমারের শেষকৃত্য সম্পন্ন হবে।
বিক্রম হাসপাতাল কর্তৃপক্ষ এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai) সরকারিভাবে কন্নড় ছবির সুপারস্টার পুনিত রাজকুমারের মৃত্যুর খবর জানান। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, কুমারাস্বামী, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া-সহ রাজনৈতিক এবং ভারতীয় চলচ্চিত্র জগতের তারকারা পুনিত রাজকুমারের মৃত্যুতে শোকপ্রকাশ করেন। কন্নড় ছবির সুপারস্টারের পরিবারকে সমবেদনা জানিয়েছেন সবাই।
সোশ্যাল মিডিয়ায় সোনু সুদ, আর মাধবন, চিরঞ্জিবী, প্রকাশ রাজ-সহ বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী প্রয়াত কন্নড় তারকা পুনিত রাজকুমারকে শ্রদ্ধা জানিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -