Kareena-Saif: বড়দিনের ছুটিতে ফুরফুরে মেজাজে করিনা-সইফ, সোশ্যালে একগুচ্ছ ছবি পোস্ট
বড়দিনের ছুটিতে ফুরফুরে মেজাজে করিনা কপুর এবং সইফ আলি খান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরয়েছেন তাঁর পৈতৃক বাড়ি পতৌদি প্যালেসে। আর সেই ছবিই ইন্সটায় শেয়ার করেছেন।
ব্রেকফাস্টের টেবিলে কুর্তা এবং পায়জামা পরে বসে অলস ভঙ্গিতে সইফ আলি খান।
ছবির ক্যাপশনে কীসের তৈরি রুটি, তা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন করিনা কপুর।
যদিও কোনও ছবিতেই মা-বাবার সঙ্গে তৈমুরকে দেখা যায়নি।
বলিউড দম্পতি সইফ আলি খান ও করিনা কপূরের ছেলে তৈমুর সবচেয়ে জনপ্রিয় তারকা সন্তানদের মধ্যে অন্যতম।
করিনাকে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্সের সিনেমা জানে জান-এ বিজয় ভার্মা এবং জয়দীপের সঙ্গে।
তাকে পরবর্তীতে দ্য ক্রু (The Crew) ছবিতে দেখা যাবে, সহ-অভিনেতা টাবু এবং কৃতি স্যানন।
বলাইবাহুল্য ব্রেকফাস্টের টেবিলে একেবারেই পুষ্টিগুণে ভরপুর খাবার নিয়েই সময় কাটাচ্ছেন শর্মিলা পুত্র।
যাইহোক সব মিলিয়ে ক্রিসমাসের আগে একেবারেই অন্য মুডে পতৌদি পরিবার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -