IPL Auction 2024: রেকর্ড মূল্যে যোগ দিলেন স্টার্ক, প্রাক্তন নাইটের প্রত্যাবর্তন, নিলামে কাদের নিল কেকেআর?
এক কোটির গাস অ্যাটকিনসন নিজের আগুনে গতির বোলিংয়ে বিপক্ষের রাতের ঘুম কেড়ে নেওয়ার দক্ষতা রাখেন। ইংল্য়ান্ডের ফাস্ট বোলার মিচেল স্টার্কের যোগ্য ব্যাক আপ বটে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্পিনার হলেও, নতুন বলে বোলিং করতে সিদ্ধহস্ত মুজিব উর রহমান। গোটা বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলা মুজিব দুই কোটিতে নাইট শিবিরে যোগ দেওয়ায় যে নাইটদের স্পিন বিভাগ শক্তিশালী হল, তা বলাই বাহুল্য।
শারফেন রাদারফোর্ড বেস প্রাইস দেড় কোটিতেই কেকেআরে যোগ দিয়েছেন। বাঁ-হাতি ব্যাটারের আইপিএল রেকর্ড আহামরি না হলেও, টি-টোয়েন্টি জগতে তাঁর সুখ্যাতি রয়েছে।
অভিজ্ঞতায় ভরপুর, নাইটদের খেতাবজয়ী দলের সদস্য ছিলেন মণীশ পাণ্ডে। তাঁকে আসন্ন মরশুমে ফের একবার কেকেআরের জার্সি গায়ে খেলতে নামতে দেখা যাবে।
ভারতীয় জাতীয় দলের হয়ে খেলা কেএস ভরত ৫০ লক্ষ টাকায় কেকেআর দলে যোগ দিয়েছেন। তিনি এখনও অবধি ১০টি আইপিএল ম্যাচে মোট ১৯৯ রান করেছেন।
নিলামের আগে চেতন সাকারিয়ার কেরিয়ারের ওপরই প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গিয়েছিল। এবং সেটাও ভারতীয় ক্রিকেট বোর্ডের ভুলে! চেতনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন রয়েছে, আইপিএল নিলামের আগে এরকমই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে পরে জানা যায়, সাকারিয়ার নাম ভুলবশত ওই তালিকায় যোগ হয়েছিল। তাঁকে তাঁর বেস প্রাইসেই দলে নিয়েছে কেকেআর।
বিহারের গোপালগঞ্জের শাকিব হোসেনকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে নাইটরা। তিনি ডান হাতি ফাস্ট বোলার। ১৯ বছর বয়সি তারকা গত মরশুমে সিএসকের নেট বোলার ছিলেন। এ বছরে সৈয়দ মুস্তাক আলি ট্রফির শেষ ম্যাচে শাকিব গুজরাতের বিরুদ্ধে চার উইকেট নেন।
২০২২ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন অঙ্গক্রিশ রঘুবংশী। তিনি ডান হাতি কিপার-ব্যাটার। তবে প্রয়োজনে বাঁ-হাতে স্পিন বোলিংটাও করতে পারেন। তাঁকেও ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে কেকেআর।
আগের দুইজনের মতো পাঞ্জাবের অলরাউন্ডার রমনদীপ সিংহকেও একই দামে কিনেছে নাইটরা। রমনদীপ আইপিএলে ইতিমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নজর কে়ড়েছেন। তিনি বোলিং করার পাশাপাশি মিডল অর্ডার ব্য়াটিং করতেও সক্ষম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -