Mitchell Starc: শেষ আইপিএল খেলেছেন ৮ বছর আগে, ফিরেই পেলেন রেকর্ড দাম!
তিনি শেষ আইপিএলে খেলেছেন ৮ বছর আগে। ২০১৫ সালে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেবার ১৩ ম্য়াচে ২০ উইকেট নিয়েছিলেন। তার আগের বছর ১৪ ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট।
সাকুল্যে আইপিএলে মাত্র ২ বছর খেলেছেন মিচেল স্টার্ক। দুই মরশুম মিলিয়ে ২৭ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন অস্ট্রেলীয় পেসার।
মঙ্গলবার দুবাইয়ে নিলামের টেবিলে ঝড় উঠল সেই স্টার্ককে নিয়েই। গুজরাত টাইটান্সের সঙ্গে প্রবল দড়ি টানাটানির পর রেকর্ড ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের ইতিহাসে স্টার্কই হলেন সবচেয়ে বেশি দাম পাওয়া ক্রিকেটার। তিনি ভেঙে দিলেন স্বদেশীয় প্যাট কামিন্সের রেকর্ড।
মঙ্গলবারই ২০ কোটি ৫০ লক্ষ টাকা খরচ করে কামিন্সকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। সেটাই ছিল আইপিএলে কোনও ক্রিকেটারের সর্বোচ্চ দাম পাওয়ার নজির।
কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে, তার কয়েক মুহূর্তের মধ্যে নতুন রেকর্ড গড়বেন স্টার্ক। তাও ৮ বছর পর আইপিএলে ফিরেই।
সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ১২১ ম্যাচে ১৭০ উইকেট রয়েছে বাঁহাতি পেসার স্টার্কের। ওভার প্রতি খরচ করেছেন ৭.৪৫ রান।
শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টি ধরলে ৫৮ ম্যাচে ৭৩ উইকেট রয়েছে ৩৪ ছুঁই ছুঁই পেসারের। ওভার প্রতি ৭.৬৩ রান খরচ করেছেন।
ইডেনে পেস বোলিং সহায়ক পিচে কেকেআরের বোলিংকে নেতৃত্ব দিতে পারেন স্টার্ক। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -