Taimur Ali Khan Pics: কখনও দৌড়োচ্ছেন, কখনও সাইকেল চালাচ্ছেন, বান্দ্রায় ক্যামেরাবন্দি তৈমুর
বান্দ্রায় কমপ্লেক্সে বন্ধুদের সঙ্গে খেলায় মেতে উঠেছে তৈমুর আলি খান। সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকখনও সাইকেল চালাচ্ছে তো কখনও খেলে বেড়াচ্ছে ছোট্ট তৈমুর।
ক্যামেরার দিকে তাকিয়ে পোজও দিতে দেখা গেল তৈমুরকে। মা করিনা ও বাবা সৈয়ফের মতই জনপ্রিয় তৈমুরও।
২০১৬ সালে করিনার কোল আলো করে জন্ম হয় সৈয়ফ-করিনার প্রথম সন্তান তৈমুরের।
বন্ধুদের সঙ্গে এখনই বেশ মিশুকে হয়ে গিয়েছে তৈমুর। তার বিভিন্ন কার্যকলাপ ক্যামেরাবন্দি হয়েছে বিভিন্ন সময়ে।
তাই জন্মের পর থেকেই তারকাসুলভ আচরণ পেতে অভ্যস্ত সেফ-করিনার বড় ছেলে।
এক সাক্ষাৎকারে করিনা বলেছেন, “তৈমুরকে শান্ত হতে বললে ও আমাকে ফায়ার করে দেয়।
পাপারাজ্জিরাও ক্যামেরা তাক করে বসে থাকেন তৈমুরের একটি ছবি তোলার জন্য। যদিও করিনা কপূর খান প্রায়শই বড় ছেলের নানা ছবি এবং ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে থাকেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -