Karnasubarner Guptodhon: ছোটদের সঙ্গে গুপ্তধনের সন্ধান, উপহারে, ভালোবাসায় আপ্লুত আবীর, ইশা, অর্জুনরা
এবার খুদেদের স্কুলে হাজির সোনাদা ! শিক্ষক দিবসের দিনটা একরত্তিদের সঙ্গে কাটালেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসামনেই মুক্তি পাচ্ছে সোনাদা সিরিজের নতুন ছবি কর্ণসুবর্ণের গুপ্তধন (Karnasubarner Guptodhon) । আর ছবি মুক্তির আগে শিক্ষক দিবসে পড়ুয়াদের মাঝে আবির ।
ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee)-এর আগেই এবিপি লাইভকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিল, তিনি ছবি বানান ছোটদের কথা মাথায় রেখে ।
ছোটদের ছবির প্রচার কি খুদেদের ছাড়া হয়? আর তাই শিক্ষক দিবসের দিন স্কুল চত্বরে টিম 'কর্ণসুবর্ণের গুপ্তধন' ।
এদিন হাজির হয়েছিলেন অবশ্যই পর্দার সোনাদা । সঙ্গে করে তিনি নিয়ে এসেছিলেন আবীর আর ঝিনুককেও । অর্থাৎ ইশা সাহা (Ishaa Saha) ও অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty)-ও হাজির হয়েছিলেন
সঙ্গে অবশ্য়ই ছিলেন যাঁর হাত ধরে পর্দায় অভিযানে বেরিয়ে পড়েন সোনাদা, সেই পরিচালক অর্থাৎ ধ্রুব। এছাড়াও ছিলেন সৌরভ দাস (Sourav Das)। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন তিনি ।
দিন স্কুলে ট্রেলারের বিশেষ স্ক্রিনিং হয়, ছোটদের সঙ্গে হাসি হাসিতে কেটে যায় সময় । এসভিএফের প্রযোজনায় (SVF) ৩০ সেপ্টেম্বর অর্থাৎ পুজোর সময় পর্দায় মুক্তি পাবে 'কর্ণসুবর্ণের গুপ্তধন' । ছবির ট্রেলার মুক্তি পাবে ১১ সেপ্টেম্বর ।
প্রচারের ফাঁকে গল্পে সোনাদা আর আবির। খুদেদের সঙ্গে মিশে যেন বয়স কমেছে তাঁদেরও।
ইশার জন্য পড়ুয়াদের উপহার। ছোটদের সঙ্গে সময় কাটিয়ে খুশি অভিনেতা অভিনেত্রীরাও।
পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় অর্জুন ওরফে আবির। প্রযোজনা সংস্থার তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে এই ছবিগুলি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -