Katrina Kaif Birthday: ছবি মুক্তির আগে নিয়ম করে পুজো দেন মন্দির, চার্চ ও দরগায়, জন্মদিনে অজানা ক্যাটরিনা
৪০ বছরে পা দিলেন তিনি, তবে তাঁর কাছে একটা সংখ্যামাত্র। জীবনকে চুটিয়ে উপভোগ করছেন, কাজও করছেন চুটিয়ে। জন্মদিনের আগেই প্রিয় মানুষের হাত ধরে তিনি পাড়ি দিয়েছেন অজানা কোনও গন্তব্যে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়াতেও এখনও পর্যন্ত পোস্ট করেননি তাঁরা। জন্মদিনকে নিভৃতে, প্রিয় মানুষের সঙ্গে কাটাতে ব্যস্ত ক্যাটরিনা কইফ (Katrina Kaif)।
গতকাল, অর্থাৎ শনিবার বিমানবন্দরে ক্যাটরিনার সঙ্গে দেখা গিয়েছিল ভিকি কৌশল (Vicky Kaushal)-কে। হাতে হাত রেখে, জন্মদিনের আগেই শহর ছাড়েন ভিকি ও ক্যাটরিনা।
ক্যাটরিনা জন্মগ্রহন করেছিলেন হংকং-য়ে। তাঁর মা ব্রিটিশ ও বাবা ছিলেন কাশ্মিরী। ক্যাটরিনা চিরকাল নিজের মধ্যে ধরে রেখেছেন এই দুই দেশের সংস্কৃতির মিশেলকে। এ নিয়ে গর্বও করেন তিনি।
অনেকেই হয়তো জানেন না, বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে, নিজের নাম বদলে ফেলেছিলেন ক্যাটরিনা। তবে কী তাঁর নাম ক্যাটরিনা কইফ নয়?
সঠিকভাবে বলতে গেলে, নাম নয় নিজের পদবি বদলে ফেলেছিলেন নায়িকা। তাঁর আসল নাম ক্যাটরিনা টারকোয়াট (Katrina Turquotte)। বলিউডে পা রেখে তিনি বুঝতে পারেন, তাঁর পদবি ভারতীয়দের পক্ষে উচ্চারণ করা কঠিন। ফলে পদবি বদলে একটি তুলনামূলক সহজ পদবী গ্রহণ করেন ক্যাটরিনা।
রুপোলি পর্দায় তিনি সুন্দরী নায়িকা হলেও, আর পাঁচটা মানুষের মতো তাঁরও ব্যক্তিগত জীবন রয়েছে। ক্যাটরিনা ভগবানে বিশ্বাসী। শোনা যায়, সমস্ত ছবি মুক্তি আগে তিনি মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দির, মাউন্ট মেরি চার্চ ও আজমের শরিফ দরগায় যান নিয়মিত।
তাঁর বিশ্বাস, এইখানে ছবি মুক্তির আগে প্রার্থনা করলে, তাঁর ছবি সাফল্য পাবে। অন্য সমস্ত মানুষের মতোই ক্যাটরিনার কিছু ভয় বা ফোবিয়া রয়েছে। ক্যাটরিনা অন্ধকার ও উচ্চতায় ভয় পান।
ক্যাটরিনার নামে একটি বার্বি ডল রয়েছে। তিনিই ভারতের একমাত্র নায়িকা, যাঁর আদলে তৈরি হয়েছে একটি বার্বি ডল। ক্যাটরিনার মোমের মূর্তিও রয়েছে লন্ডনের মাদাম তুসোর ওয়াক্স মিউজিয়ামে।
তাঁর সৌন্দর্য্যে যেমন আচ্ছন্ন আট থেকে আশি, তেমনই একাধিক ছবিতে ক্যাটরিনা প্রমাণ করেছেন, অভিনয়েও তাঁর সমান দক্ষতা রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -