Kiara Advani: কিয়ারা এবার পাল্লা দেবেন দীপিকাকেও! প্রথম দক্ষিণী ছবির জন্য নায়িকা নিচ্ছেন বিশাল পারিশ্রমিক! জানেন কত?

তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রী। অনেক পরিচালক প্রযোজকদের প্রথম পছন্দ তিনি। তবে এবার, নতুন একটি তালিকায় নাম জুড়ছে কিয়ারা আডবাণীর (Kiara Advani)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
মা হতে চলেছেন কিয়ারা। সদ্যই সেই সুখবর দিয়েছেন তিনি। জীবনে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী।

মা হওয়ার সিদ্ধান্তের জন্যই একটি ছবির কাজ ছেড়ে দিয়েছেন কিয়ারা। ডন ফ্রাঞ্চাইজিতে অভিনয় করার কথা ছিল কিয়ারার। কিন্তু সেই ছবি ছেড়ে দিয়েছেন তিনি।
তবে এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় নাম লেখাতে চলেছেন কিয়ারা আডবাণী। পাল্লা দিতে চলেছেন দীপিকা পাডুকোন, প্রিয়ঙ্কা চোপড়াদের সঙ্গে!
এ বার তাঁকে দেখা যাবে দক্ষিণী তারকা যশের বিপরীতে। ছবির নাম ‘টক্সিক’।
জানা যাচ্ছে, এই ছবির জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন কিয়ারা। এই ছবির মাধ্যমেই কন্নড় চলচ্চিত্রজগতে তিনি পা রাখছেন
তবে কিয়ারার আগে এই তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। তিনিই এখন ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা।
দীপিকা ‘কল্কি ২৮৯৮ এ়ডি’ ছবির জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। সেই জায়গায় কিয়ারা 'টক্সিক' ছবির জন্য পারিশ্রমিক চেয়েছেন ১৫ কোটি টাকা।
প্রিয়ঙ্কা চোপড়াকেও এ বার দেখা যাবে দক্ষিণী ছবিতে। এসএস রাজামৌলির পরবর্তী ছবিতে তিনি নাকি ৩০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন।
‘টক্সিক’ ছাড়া হৃতিক রোশনের সঙ্গে ‘ওয়ার ২’ ছবিতেও দেখা যাবে কিয়ারাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -