Nimrat Kaur Unknown Facts: অভিষেক বচ্চনের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন তিনি? নিমরত কৌর সম্পর্কে এই তথ্যগুলি জানেন?
তাঁকে ঘিরে এখন জল্পনা তুঙ্গে বলিউডে, তাঁর সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে অভিষেক বচ্চনের (Abhishek Bacchan)। কিন্তু কে এই নিমরত কৌর (Nimrat Kaur)? কী করেই বা বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তিনি?
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৮২ সালের ১৩ মার্চ নিমরতের জন্ম রাজস্থানে। বর্তমানে তাঁর বয়স ৪২ বছর। কর্মসূত্রে বর্তমানে মুম্বইয়ের বাসিন্দা নিমরত।
হিন্দি ও আমেরিকান টেলিভিশনে অভিনয় করে প্রথম রূপোলি পর্দায় পা রাখেন নিমরত। তিনি থিয়েটারের সঙ্গেও যুক্তি ছিলেন দীর্ঘদিন।
অনুরাগ কশ্যপের প্রয়োজনায় Peddlers ছবিতে অভিনয় করে প্রথম বড়পর্দায় পা রাখেন নিমরত। ছবিটি প্রদর্শিত হয়েছিল কান ফিল্ম ফেস্টিভ্যালে
তবে নিমরতের কেরিয়ার ঘুরিয়ে দেয় The Lunchbox ছবিটি। ইরফান খানের বিপরীতে নিমরতের অভিনয় নজর কেড়েছিল প্রত্যেকের।
একাধিক আমেরিকান সিরিজে কাজ করেছেন নিমরত। অক্ষয় কুমারের বিপরীতেও কাজ করেছেন নিমরত।
রাজস্থানের পিলানিতে একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন নিমরত। তাঁর বাবা ছিলেন ভারতীয় সেনাদলের একজন অফিসার।
নিমরতের পরিবার পাটিয়ালায় থাকতেন, সেই কারণে সেখানেই পড়াশোনা করেন তিনি। পরে তাঁর পরিবার দিল্লিতে চলে আসে। নিমরতের কলেজ জীবন কাটে দিল্লিতে।
পরবর্তীতে পড়াশোনার জন্য মুম্বই চলে আসেন নিমরত কৌর। পড়াশোনার পাশাপাশি তিনি একজন প্রিন্ট মডেল হিসেবে কাজ করতে শুরু করেন।
তবে সিনেমা বা টিভি নয়, থিয়েটারও নয়, নিমরতের যে কাজটি প্রথম মুক্তি পেয়েছিল সেটি ছিল একটি মিউজিক ভিডিও। তার হাত ধরেই অভিনয়ে পা রাখেন নিমরত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -