Ranjit Mallick-Koel: মল্লিক বাড়ির পুজো দেখতে যেতে পারেননি? দেখে নিন রঞ্জিত মল্লিক-কোয়েলের দুর্গোৎসবের অ্যালবাম
এই বছর মল্লিক বাড়িতে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ ছিল। ১০০ বছরে প্রথমবার মল্লিক বাড়িতে পালিত হল এই নিয়ম। অনেক অতিথি আসবেন, সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিকদের পরিবার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে দর্শকদের হতাশ করলেন না কোয়েল। সপ্তমী থেকে দশমী পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় তিনি পুজোর বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করে নিয়েছেন। দর্শকেরাও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন কোয়েলের প্রত্যেকটা পোস্টই
কোয়েল মহাষ্টমীর দিন পরেছিলেন অফ হোয়াইট জরি কাজের শাড়ি। সাদামাটা মেক আপেও কোয়েলকে দেখাচ্ছিল দারুণ।
কোয়েল গোটা পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছে। কোয়েলের সঙ্গে ছিলেন স্বামী নিসপাল সিংহ রানে ও ছোট্ট ছেলে কবীর।
সদ্য কোয়েল সোশ্যাল মিডিয়ায় আরও একটি সুখবর শেয়ার করে নিয়েছেন। দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন কোয়েল। পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে নিয়েছিলেন কোয়েল।
কোয়েল পুজোর মুহূর্তের সঙ্গে সঙ্গে পারিবারিক মিষ্টি মুহূর্তও শেয়ার করে নিয়েছেন কোয়েল। ছোট্ট ছেলে কবীরের সঙ্গে হাসি-আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছেন কোয়েল, যা দেখে উচ্ছ্বসিত কোয়েল, রঞ্জিত মল্লিকের অনুরাগীরা।
এর আগে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে রঞ্জিত মল্লিক জানিয়েছিলেন, আরজি কর কাণ্ডে তাঁদের মন ভারাক্রান্ত। তবে এবার তাঁদের পুজোর ১০০ বছর। কাজেই রীতি মেনে পুজো হবে, পুজো বন্ধ থাকবে না।
রঞ্জিত মল্লিক জানিয়েছিলেন, তাঁদের বাড়ির কারও মৃত্যুতেও কখনও পুজো বন্ধ থাকেনি। ফলে এই বছরও পুজো বন্ধ থাকবে না। তবে আয়োজন থাকবে সীমিত। আর দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল এইবার।
কোয়েল মল্লিক এই কয়েকটা দিন যেন এক্কেবারে ঘরের মেয়ে। বাড়ির পুজোয় সবসময়েই ঠাকুর দালানে দেখা যায় তাঁকে। অংশ নেন সমস্ত কাজেও। হাজির থাকেন রঞ্জিত মল্লিক ও পরিবারের অন্যান্য সদস্যরাও।
কোয়েল মল্লিক ছবি শেয়ার করে নিতেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা মল্লিক পরিবারের সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -