Krishnakali: অদিতির সঙ্গে এক মঞ্চে শ্যামা, শেষ হল 'কৃষ্ণকলি'-র চার বছরের পথ চলা
১২০২ এপিসোড পেরিয়ে শেষের মুখে শ্যামা নিখিলের গল্প। আজ সম্প্রচারিত হল ধারাবাহিক 'কৃষ্ণকলি'-র শেষ পর্ব
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচার বছরে দর্শকদের মন জয় করেছিল কীর্তন ও গানের সুরে বাঁধা এই ধারাবাহিক। ২০১৮ সালের ১৮ জুন শুরু হয়েছিল এই ধারাবাহিক।
গল্পের প্রধান বিষয়বস্তু ছিল গ্রামের কালো মেয়ে শ্যামার সঙ্গে শহুরে ছেলে নিখিলের সম্পর্কের গল্প। শুধু তাই নয়, কৃষ্ণভক্ত শ্যামা ভালোবাসত গান গাইতে।
২০১৮ সালের ১৮ জুন শুরু হয়েছিল এই ধারাবাহিক। গল্পের প্রধান বিষয়বস্তু ছিল গ্রামের কালো মেয়ে শ্যামার (Shyama) সঙ্গে শহুরে ছেলে নিখিলের (Nikhil) সম্পর্কের গল্প। শুধু তাই নয়, কৃষ্ণভক্ত শ্যামা ভালোবাসত গান গাইতে। শ্যামার গানের পথে বাধা এসেছে অনেক। তবে সমস্ত খারাপ সময়ে শ্য়ামার পাশে থেকেছে নিখিল। শ্যামার চরিত্রে দর্শকদের মন জয় করেছিল তিয়াসা। অন্যদিকে নিখিলের চরিত্রে ছিলেন নীল ভট্টাচার্য্য।
ধারাবাহিকের শেষেও রইল চমক। গানের মঞ্চে হাজির হলেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী। আজ শেষ এপিসোডে অদিতি মুন্সীর সঙ্গে গলা মেলালেন শ্যামা।
মঞ্চে একসঙ্গে অদিতি ও শ্যামার গানে মজেছেন দর্শক। সেইসঙ্গে রয়েছে বিভিন্ন ঘটনাও।
একসঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন শ্যামা ও অদিতি। ধারাবাহিকের শেষদিনের শ্যুটিংয়ে এসে খুশি সঙ্গীতশিল্পীও।
এই প্রথম কোনও ধারাবাহিকে দেখা গেল অদিতি মুন্সীকে। তৃণমূল বিধায়ক অদিতি রাজনীতি ও গান দুইই সামলাচ্ছেন। গল্পের শ্যামা তাঁর মতোই কীর্তন গায়।
শেষদিনের শ্যুটিংয়ে অদিতি ও তিয়াসা। ব্যস্ততার ফাঁকে এসে অপরের সঙ্গে গল্পে মাতলেন তাঁরা।
শেষদিনের শ্যুটিং করতে গিয়ে আবেগপ্রবণ হলেন শ্যামা-নিখিল। ক্যামেরার সামনে নীল বললেন, 'কৃষ্ণকলি করতে করতে আমরা বড় হয়ে গেলাম। আমাদের জীবন, চরিত্র সবই বদলে গিয়েছে।' শ্যামা ওরফে তিয়াসা যোগ করলেন, 'আমরা আজ পুরনো সব ছবি বের করছিলাম। এই ধারাবাহিকটায় অভিনয় করতে করতে তিয়াসাকে দেখতেই বদলে গিয়েছে।' নীল বললেন, 'চার বছরে আমরা একে অপরকে সহ্য করেছি কিন্তু কখনও ঝগড়া করিনি । আর তাই হয়ত আমরা সেরা জুটির পুরস্কার পেয়েছি এতগুলো।' নিখিলের পাশে দাঁড়িয়ে শ্যামার মন্তব্য, 'দর্শক আমাদের ভালোবেসেছেন ৪ বছর ধরে। এখনও অনেকে অভিযোগ করছেন কেন এই ধারাবাহিক শেষ হচ্ছে। আমরা এত ভালো একটা টিম পেয়েছিলাম যাদের সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগত। সবাই কঠিন পরিশ্রম করতেন।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -