Players Refused Vaccine: জকোভিচ একা নন, অনেক তারকা খেলোয়াড়ই করোনার টিকা নেননি
ক্রীড়াবিশ্বে তোলপাড় ফেলে দিয়েছেন কিংবদন্তি টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ। করোনার টিকা নেননি তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅস্ট্রেলীয় ওপেন খেলতে আপাতত মেলবোর্নে জোকার। তবে করোনার টিকা না নেওয়ায় তাঁকে বিমানবন্দরে আটক করা হয়। সেই থেকে সার্বিয়া ও অস্ট্রেলিয়া দুই দেশের কূটনৈতিক স্তরেও লড়াইও চলছে।
তবে জকোভিচ একা নন, বিভিন্ন আশঙ্কায় করোনার টিকা নেননি, ক্রীড়াবিশ্বে এরকম অনেকেই আছেন। যেমন গল্ফার ব্রাইসন দেশাম্বু। যিনি সাফ বলেছেন, 'আমি স্বাস্থ্যবান, করোনার টিকার প্রয়োজন নেই।'
করোনার টিকা নেননি বাস্কেটবলার মাইকেল পোর্টার জুনিয়রও। এনবিএ তারকাও বিভিন্ন সংশয়ের কারণে টিকা নেননি।
আরেক এনবিএ তারকা ব্র্যাডলি বিলও করোনার টিকা নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন।
করোনার টিকা নেননি বক্সার ফ্লয়েড মেওয়েদার। তিনি বলেছেন, 'আমেরিকা আমাদের হাতে করোনার টিকা নেওয়া বা নেওয়ার বিকল্প দিয়েছে।'
জকোভিচ একা নন, টেনিস তারকা স্তেফানোস চিচিপাসও করোনার টিকা নেননি। গ্রিসের টেনিস তারকা জানিয়েছেন, এ ব্যাপারে জোর করার পক্ষপাতী নন তিনি। তবে তিনি করোনার টিকা নেবেন বলেও জানিয়েছেন চিচিপাস।
প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট ব্রমউইচের তারকা স্ট্রাইকার ক্যালাম রবিনসনও করোনার টিকা নেননি।
টেনিস তারকা ডমিনিক থিয়েম করোনার ভ্যাকসিন নেননি।
বায়ার্ন মিউনিখের তারকা মিডফিল্ডার জোশুয়া কিমিচ কিছুদিন আগেই জানিয়েছিলেন যে, তিনি করোনার টিকা নেননি। তিনি এ-ও জানিয়েছিলেন যে, করোনার টিকায় কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই নিশ্চিত হলেই তিনি টিকা নেওয়ার কথা ভাববেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -