Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Kuler Achaar: শুরু শ্যুটিং, 'কুলের আচার'-এ মধুমিতা-বিক্রমের লুক প্রকাশ্যে
আমি ওর মন চুরি করেছি আর তাই, আমি ওর পদবি। বিয়ের ফটোশ্যুটে এমন কার্ড ইদানিং হামেশাই চোখে পড়ছে বর-কনের হাতে। আধুনিক হয়েছে বিয়ে আর তার সঙ্গে জড়িয়ে থাকা সমস্ত আচার-আচরণ। তবে বিয়ের পর মেয়েদের পদবি পরিবর্তন কেন হবে? এই প্রশ্নই করেছিল মিঠি। কে মিঠি? 'কুলের আচার' (Kuler Achar)-এর নায়িকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ থেকে শুরু হচ্ছে এসফিএফ প্রযোজিত নতুন ছবি 'কুলের আচার'-এর শ্যুটিং। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তার তাঁর বিপরীতে এই ছবিতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্য়ায়কে (Vikram Chatterjee)।
ছবিতে মধুমিতার চরিত্র একজন হাসিখুশি অল্পবয়সী মেয়ের, নাম মিঠি (Mithi)। পর্দার প্রীতম (Preetam) ওরফে বিক্রমের সঙ্গে বিয়ের পর পদবি পরিবর্তন করতে রাজি হয় না মধুমিতা।
বিয়ের আগের পদবিই ব্যবহার করতে চায় মিঠি। তার সিদ্ধান্তে তাকে সমর্থন করে স্বামী প্রীতম। কিন্তু বেঁকে বসেন প্রীতমের মা-বাবা।
জন্ম থেকে যে পরিচয় ব্যবহার করে এসেছে, বিয়ের পরেও সেই পরিচয়ই রাখতে চায় মিঠি। পরিবারের বিরুদ্ধে গিয়ে মিঠির পাশে দাঁড়িয়ে পরিবর্তন আনবে প্রীতম? উত্তর দেবে 'কুলের আচার'
ইন্দ্রাণী হালদারের চরিত্র একজন সাধারণ মধ্যবিত্ত গৃহবধূর গল্প বলে। পরিবারের সবাইকে, এমনকি মিঠিকে যথেষ্ট স্নেহ করলেও তাঁর পদবি পরিবর্তন না করার সিদ্ধান্ত মেনে নিতে পারেন না তিনি। অন্যদিকে একই মত মিঠির শ্বশুরেরও।
তাঁর চরিত্রের নাম প্রণোতোষ। এই প্রণোতোষই বাড়ির কর্তা। মিঠির সিদ্ধান্তে বেশ বিরক্ত তিনিও। বড়দের আপত্তির পরেও কী মিঠি নিজের পদবি ব্যবহার করতে পারবে? উত্তর দেবে 'কুলের আচার'।
নতুন ছবি নিয়ে উচ্ছসিত ইন্দ্রাণী হালদার। এবিপি লাইভের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলছেন, 'আমি নিজেও বিয়ের পরে ২টো পদবিই ব্য়বহার করি। আমার মনে হয় সব মেয়েদেরই এই অধিকার থাকা উচিত। এমন একটা বিষয় ছবির পর্দায় উঠে আসছে বলে আমি খুশি। আর ছবির নামটা ভীষণ আকর্ষণীয়।'
অন্যদিকে, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নীলও। ছবির শ্যুটিং নিয়ে উচ্ছ্বসিত তিনিও। নীলের চরিত্রের নাম প্রণোতোষ।
আজ প্রকাশ পেয়েছে প্রত্যেক চরিত্রের প্রথম লুক। শাড়ি, কুর্তি, সালোয়ার কামিজে সাবেকি সাজে দেখা গেল মধুমিতাকে। সাবেকি সাজ ইন্দ্রাণী হালদারেরও। অন্যদিকে ক্যাজুয়াল আর কোট-প্যান্ট, দুই সাজেই দেখা গেল বিক্রমকে। আজ থেকে শুরু হচ্ছে ছবির শ্যুটিং। আপাতত শ্যুটিং চলবে কলকাতা ও আশেপাশের অঞ্চলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -