Skin Whitening: গরমে উজ্জ্বল রঙ ফিরবে চালের গুণেই, দেখুন কীভাবে?
জাপানিদের ত্বক দেখলে নিশ্চয়ই আফসোস হয়! তাদের সবার ত্বকই দাগহীন, ফর্সা ও কোমল। তাদের ত্বক এতোটাই মসৃণ এবং টানটান। এর কারণ না কি চাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজানলে অবাক হবেন, জাপানিরা কেমিকেলযুক্ত প্রসাধনী নয় বরং প্রাকৃতিক উপাদান দিয়েই ত্বকের যত্ন নেন।
চালে ও ভাতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বককে ফর্সা ও দাগহীন করতে সাহায্য করে। এ ছাড়াও ত্বকের তৈলাক্ত ভাব কমায়।
চালে ফেরিউলিক অ্যাসিড থাকে। এটি একটি অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকে ফ্রি র্যাডিকালের কাজ করে।
শুধু ত্বক নয় চুলের জন্যও ভাত, চালের জল, ভাতের মাড় এসব উপাদান খুবই উপকারী।
ভাত দিয়ে হোয়াইটেনিং ক্রিম তৈরি করে তা মুখে মাখলে উপকার পাবেন।
ভাত ব্লেন্ড করার পর অ্যালোভেরা জেলে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল রাইস জেল ক্রিম মাস্ক, যা মাখলে মুখ উজ্জ্বলও হবে। ফিরবে রোদে পুড়ে যাওয়া রঙ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -