Alia Bhatt: আলিয়ার মতোই বারে বারে পরতে চান প্রিয় শাড়ি বা লেহঙ্গা? যত্নে রাখুন এই সহজ উপায়ে
এক পোশাক একবার নয়, পুরনো পোশাকই নতুন নতুন আঙ্গিকে পরা এখন ফ্যাশানে রয়েছে। আর নিজের জীবনের বিশেষ দিনের পোশাকগুলিকে নতুনভাবে পরতে ভীষণ ভালবাসেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। সেই প্রমাণ পাওয়া গিয়েছে বারে বারেই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর আগে আলিয়া নিজের বিয়ের আইভরি অরগ্যানজ়া শাড়িটি পরেছিলেন তাঁর জাতীয় পুরস্কার নেওয়ার দিনে। জীবনের দুই বিশেষ দিনকে যেন একই সুতোয় বেঁধে নিয়েছিলেন আলিয়া।
আর এবার, আলিয়া নিজের বিয়ের মেহেন্দির লেহঙ্গা পরেছিলেন দীপাবলীর পার্টিতে। গোলাপি এই লেহঙ্গাটি জুড়ে ফুটিয়ে তোলা হয়েছিল আলিয়ার জীবনের বিভিন্ন ঘটনা। লেহঙ্গাটি বানাতে সময় লেগেছিল ৩০০০ ঘণ্টা।
পোশাক এক হলেও আলিয়া প্রত্যেকটি পুরনো পোশাক পরেছেন নতুন আঙ্গিকে। কখনও বদলে ফেলেছেন চুলের ধরন, কখনও আবার বদলেছেন গয়না। আর তাতেই প্রত্যেকবার নতুন নতুন রূপে ধরা দিয়েছেন আলিয়া।
কেবল আলিয়া নন, অনেক ফ্যাশানিস্তাই পুরনো পোশাক নতুন আঙ্গিকে পরতে পছন্দ করেন। এই তালিকায় নাম রয়েছে সুহানা খান থেকে শুরু করে সুস্মিতা সেন, সারা আলি খানেরও। কেবল শাড়ি নয়, পশ্চিমি পোশাক থেকে শুরু করে সালোয়ার কামিজও তাঁদের একাধিকবার পরতে দেখা গিয়েছে।
জানেন কি, আলিয়া বা সুস্মিতার মতোই আপনিও বছরের পর বছর আপনার পছন্দের বা স্মৃতির শাড়িটিকে রেখে দিতে পারেন এক্কেবারে নতুনের মতোই? খালি মেনে চলতে হবে কয়েকটা সহজ নিয়ম
যে কোনও শাড়ি আলমারিতে তুলে রাখার সময় প্রথমেই খেয়াল রাখুন শাড়িটি সম্পূর্ণভাবে শুকনো তো? শাড়িটির কোনও অংশ যদি ভিজে থাকে, তাহলেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে শাড়িটি।
নোংরা শাড়ি আলমারিতে তুলে রাখবেন না। শাড়ি পরার পরে সম্ভব হলে সেটিকে দোকানে দিয়ে ড্রাই ওয়াশ করিয়ে নিন। যদি ঘরেই শাড়িটি কাচেন তাহলে আলতো হাতে ক্ষারমুক্ত সাবানে শাড়িটি কাচতে হবে। শাড়ি কেচে রোদে দিয়ে শুকিয়ে নেবেন। তবে খুব কড়া রোদে শাড়ি দিলে তার রং নষ্ট হতে পারে। শাড়িটি শুকনোর পরে সেটাকে টানটান করে ভাঁজ করে নিন। শাড়ি কুঁচকে থাকলে কিন্তু ভাঁজে ভাঁজে কেটে যেতে পারে।
শাড়িকে সুতির ব্যাগের মধ্যে করে সংরক্ষণ করুন। সম্ভব হলে একটি তোয়ালে আলতো করে মুড়িয়ে রাখুন। সূর্যালোক থেকে যেন শাড়ি দূরে থাকে। খুব চাপাচাপি করে শাড়ি রাখবেন না আলমারিতে। শাড়িটি যদি ইস্ত্রি করার প্রয়োজন হয় তাহলে একটি মসলিন কাপড় শাড়ির ওপর রেখে তবেই ইস্ত্রি করুন। সংরক্ষণ ও যত্ন নেওয়ার ক্ষেত্রে একই নিয়ম মেনে চলুন লেহঙ্গা বা সালোয়ার কামিজের ক্ষেত্রে। তবে ভারি কাজ থাকলে ঘরে ইস্ত্রি না করাই ভাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -