২০২০ সালে চলে গেলেন এই বলিউড তারকা ও সেলিব্রিটিরা....
বিখ্যাত সাজিদ-ওয়াজিদ জুটির অন্যতম সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান ১ জুন মারা যান। করোনা সংক্রমণের ফলে তাঁর কিডনিতে প্রভাব পড়ে। মাত্র ৪২ বছর বয়সে তিনি মারা যান। (ছবি সৌজন্য - ওয়াজিড খানের ইনস্টাগ্রাম)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত ১৪ জুন বাসভবন থেকে উদ্ধার হয় সুশান্ত সিংহ রাজপুতের দেহ। ৩৪ বছরের অভিনেতার মৃত্যু তদন্ত এখনও চালাচ্ছে তিন কেন্দ্রীয় সংস্থা-- সিবিআই, ইডি ও এনসিবি। (ছবি সৌজন্য - শ্বেতা সিংহ কীর্তির ইনস্টাগ্রাম)
গত ২৫ সেপ্টেম্বর চেন্নাইয়ের একটি হাসপাতালে করোনা-সম্পর্কিত জটিলতার কারণে মারা যান জনপ্রিয় গায়ক এস পি বালাসুব্রহ্মণ্যম। (ছবি সৌজন্য - এসপি বালাসুব্রহ্মণ্যমের ইনস্টাগ্রাম)
বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক সরোজ খান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান গত ৩ জুলাই। বয়স হয়েছিল ৭১ বছর। ৪০ বছরের বেশি সংয় ধরে তিনি বলিউডের সঙ্গে যুক্ত ছিলেন। ৩ হাজারের বেশি গানে নৃত্য পরিচালনা করেছেন তিনি। (ছবি সৌজন্য - সরোজ খানের ইনস্টাগ্রাম)
গত ৫ অগাস্ট 'হাসি তো ফাসি' অভিনেতা সমীর শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার হয় মুম্বইয়ে তাঁর বাসভবন থেকে। (ছবি সৌজন্য - গোতম রোডের ট্যুইটার)
ইরফানের মৃত্যুর একদিন পরই মারা যান প্রবীণ অভিনেতা ঋষি কপূর। প্রবল শ্বাসকষ্ট নিয়ে গত ২৯ এপ্রিল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ তারিখ তিনি মারা যান। (ছবি সৌজন্য - নীতু সিংহের ইনস্টাগ্রাম)
'রেডি' ছবির অভিনেতা মোহিত ভাগেল ২৩ মে মারা যান। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। (ছবি সৌজন্য - মোহিত বাগেলের ইনস্টাগ্রাম)
গত ১৭ অগাস্ট লিভার সিরোসিসে হায়দরাবাদের একটি হাসপাতালে মারা যান 'দৃশ্যম' পরিচালক নিশিকান্ত কামাত। (ছবি সৌজন্য - রণদীপ হুডার ট্যুইটার)
বন্দিত কমেডিয়ান জগদীপ মারা যান গত ৮ জুলাই। দীর্ঘদিন ধরে বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন ৮১ বছরের প্রবীণ অভিনেতা। (ছবি সৌজন্য - আয়ুষ্মান খুরানার ট্যুইটার)
প্রতিভাবান অভিনেতা ইরফান খান গত ২৯ এপ্রিল মারা যান। ২০১৮ সাল থেকে তিনি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছিলেন। তাঁর মস্তিষ্কে নিউরো-এন্ডোক্রাইন টিউমার হয়েছিল। পরে, তিনি কোলন সংক্রমণে মারা যান। (ছবি সৌজন্য - ইরফানের ইনস্টাগ্রাম)
'মেহন্দি' অভিনেতা ফরাজ খান গত ৪ নভেম্বর মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫০। বুকে সংক্রমণের ফলে তাঁর স্নায়ুজনিত সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। (ছবি সৌজন্য - পুজা ভট্টের ট্যুইটার)
গত ৪ জুন 'বাতোঁ বাতোঁ মে' পরিচালক বাসু চট্টোপাধ্যায় মারা যান। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন ৯৩ বছরের পরিচালক। (ছবি সৌজন্য - অভিনেতা মনোজ জোশীর ট্যুইটার)
১২ নভেম্বর হিমাচল প্রদেশের ম্যাকলিয়ডগঞ্জের বাসভবন থেকে উদ্ধার হয় 'পাতাললোক' অভিনেতা আসিফ বাসরার ঝুলন্ত দেহ। পুলিশের অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। (ছবি সৌজন্য - নিকিতিন ধীরের ট্যুইটার)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -