Madan Mitra:প্রথমবার বড়পর্দায় মদন মিত্র, হরনাথের 'ওহ লাভলি' ছবিতে থাকছেন আর কারা? রইল ফার্স্ট লুক
এবার বড়পর্দায় মদন মিত্র (Madan Mitra)! হরনাথ চক্রবর্তীর (Haranath Chakraborty)-র নতুন ছবিতে দেখা যাবে বিধায়ক-রাজনীতিবিদকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরিচালকের নতুন ছবির নাম ওহ লাভলি! প্রকাশ্যে এল, এই ছবির সব চরিত্রদের লুক। মুখ্যভূমিকায় দেখা যাবে দেবযানী চট্টোপাধ্যায়ের ছেলে ঋক চট্টোপাধ্যায়কে। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন তিনি।
এছাড়াও এই ছবিতে থাকছেন, রাজনন্দিনী পাল (Rajnandini Pal), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), লাবণী সরকার (Laboni Sarkar), দ্রোণ মুখোপাধ্যায় (Dron Mukherjee)।
এছাড়াও থাকছেন, কৌশিক ভট্টাচার্য (Kaushik Bhattacharyya), তপতি মুন্সী (Tapati Munshi), বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya), মৃন্ময় দাস (Mrinmay Das) ও অন্যান্যরা।
এই ছবির গল্প সায়ন্তন ওরফে সন্তুকে ঘিরে। তার বাবা রমণীকান্তের ধানের ব্যবসা। প্রতিষ্ঠিত চাল মিলের মালিক সুবিমলবাবুর কারখানায় ধান যোগান দেওয়া তার গুরুত্বপূর্ণ ব্যবসা। আর সেই ব্যবসায় তাঁর প্রতিন্ধন্দ্বীও রয়েছে। আর গ্রামের সেই প্রভাবশালী চাষীর ছেলে সন্তু বাবার ব্যবসার বাইরে গিয়ে কিছু করার আশায় বাড়ির অমতে চলে যায় কলকাতায়।
আর সেখানেই, চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে দেখা হয়ে যায় নিধির সঙ্গে। আর তারপরেই প্রেম। নিধির কেউ ছিল না। তাঁরই প্রেমে পড়ে সন্তু।
সেই সম্পর্ক এতটাই গভীর যে তাঁরা বিয়ের সিদ্ধান্তও নেয়। কিন্তু নিধি জানায়, সন্তুর বাবা-মায়ের অনুপস্থিতিতে বিয়ে করবে না সে।
কিন্তু সেই শর্ত সফল হয় না। বিয়ে ভেঙে যায় রেজিস্ট্রির দিনেই। ইতিমধ্যেই গ্রাম থেকে খবর আসে, সন্তুর মেয়ে ঠিক হয়ে গিয়েছে গ্রামের এক মেয়ের সঙ্গে।
তাঁর নাম অন্তরা। তারপরে? সন্তু আর নিধির সম্পর্ক কী পরিণতি পাবে নাকি ভেঙে যাবে? সেই উত্তর মিলবে ছবির গল্পেই।
এই ছবি নিয়ে পরিচালক বলছেন, ‘এই ছবি সপরিবারে দেখার মতো একটা ছবি। প্রথমবার এই ছবিতে মদন মিত্রকে অভিনয় করতে দেখবেন দর্শক। লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন মদন মিত্র।'
হরনাথ আরও বলছেন, 'ব্যক্তি হিসেবে মদন মিত্রের যে ব্যক্তিত্ব, সেই আমেজ বজায় রেখেই এই ছবিতে এক নতুন অবতারে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, এই ছবি দিয়ে বাংলা ছবির জগতে প্রথমবার পা রাখছেন ঋক।'
হরনাথ আরও বলছেন, 'অন্যদিকে রাজনন্দিনীকেও এমন গ্ল্যামারাস অবতারে প্রথমবার পাবেন বাঙালী দর্শক। আশা করি দর্শকের এই ছবি ভাল লাগবে।’ আগামী ২৫ শে আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -