Madhumita Sircar: ফুলেল সাজে শীতেই বসন্ত আনলেন মধুমিতা, জানেন এই পোশাকের বিশেষত্ব কী?
শীতেই বসন্ত আনলেন মধুমিতা সরকার, ১০ হাজার ফুল দিয়ে তৈরি করলেন বিশেষ একটি পোশাক। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় ফুলেল পোশাকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। নিজে ফুলমার্কেটে গিয়ে এই পোশাকের জন্য ফুল বেছে এনেছিলেন তিনি। সেই ফুল দিয়েই তৈরি হয়েছে পোশাক
সামনেই মুক্তি পাচ্ছে নায়িকার নতুন ছবি। ফেলুবক্সী। সেই ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে
ব্যক্তিগত জীবনেও মধুমিতার জীবনে বসন্ত। সদ্য প্রেমে পড়েছেন অভিনেত্রী। তাঁর মনের মানুষ অবশ্য ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন।
সেই প্রেমের ছোঁয়াই কী লেগেছে তাঁর পোশাকে? সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে মধুমিতার বার্তা, তিনি সুগন্ধ ছড়ানোরই সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গিয়েছে, নিজেই ফুলের এই পোশাক ডিজাইন করেছেন মধুমিতা। পোশাকটি বানিয়ে দিয়েছেন তাঁরই এক বন্ধু। তবে মধুমিতা চেয়েছিলেন, গোটা পোশাক জুড়েই থাকবে ফুল, তা হয়নি।
ফটোশ্যুটের সময় হাতে এক গুচ্ছ ফুল নিয়েছিলেন অভিনেত্রী। মাথাতেও গুঁজেছিলেন ফুল। সব মিলিয়ে ফুলেল সাজে মধুমিতা যেন রূপকথার নায়িকা।
সোশ্যাল মিডিয়ায় হামেশাই বিভিন্ন ফটোশ্যুটের ছবি শেয়ার করে নেন মধুমিতা। অনুরাগীরাও কার্যত বসে থাকেন অভিনেত্রীর নতুন ছবি দেখার জন্য।
অন্যদিকে সোহম চক্রবর্তীর সঙ্গে এই প্রথমবার জুটি বাঁধছেন মধুমিতা। একটি থ্রিলারে দেখা মিলবে তাঁদের।
আপাতত মধুমিতার নতুন ছবি দেখার অপেক্ষায় রয়েছেন সবাই। পাশাপাশি আরও একাধিক কাজ রয়েছে মধুমিতার হাতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -