Mainak on Mini: চিত্রনাট্য লেখার আগেই মিমিকে 'মিনি'-র নায়িকা হতে বলেছিলেন মৈনাক!
গোলাপি পোশাকে মাসি-বোনঝির ট্যুইনিং। কোনও সিনেমাহলে নয়, খেলনার দোকানে আয়োজন করা হয়েছিল 'মিনি' (Mini) ছবির ট্রেলার রিলিজের। সেখানে গোলাপি পোশাকে হাজির হয়েছিলেন ছবির দুই তারকা। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও অয়ন্না চট্টোপাধ্য়ায় (Ayannya Chatterjee)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appট্রেলার লঞ্চে হাজির ছিলেন ছবির অন্যান্য তারকা রুদ্রজিৎ মুখোপাধ্যায় (Rudrajit Mukherjee) ও সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulick)। হাজির ছিলেন পরিচালক খোদ মৈনাক ভৌমিকও। স্ক্রিনে ফুটে উঠল মাসি বোনঝির ঝগড়া, খুনসুটি আর বড় হওয়ার গল্প।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'মিনি'-র ট্রেলার। একটি বিশেষ কারণে একরত্তি বোনঝিকে তার মাসির কাছে রেখে যান মা। তারপর.. দুষ্টু মিষ্টি মিনিকে সামলাতে হিমশিম মাসি তিতলি। এই বিষয় নিয়ে ছবি পরিকল্পনার কথা মাথায় এল কী করে?
মৈনাক বলছেন, আমার বা আমার থেকে অনেক ছোট বন্ধুদের বিয়ে হচ্ছে, তাঁরা মা হচ্ছেন। তাঁদের বাচ্চা মানুষ করার সময়কালটা আমার চোখে পড়তে শুরু করে। এই প্রজন্মের কাছে এতজন বাচ্চাকে বড় করে তোলা কতটা সহজ বা কতটা কঠিন সেটাই আমি ছবিতে তুলে ধরার চেষ্টা করেছি।'
মৈনাক বলছেন, 'আমরা যখন বড় হয়েছি, তখন আমাদের মায়েরা বুঝতেই দেননি একটা বাচ্চাকে বড় করে তোলা কতটা কঠিন। আমার মনে হল, মাতৃত্ব এত কঠিন অথচ কখনও আমরা তাকে উদযাপন করি না। 'মিনি' মাতৃত্বকে উদযাপন করার ছবি।'
মাতৃত্বকে উদযাপনের ছবিতে মা মেয়ে নয়, মাসি বোনঝির গল্প কেন? মৈনাক বলছেন, 'একটা মেয়ে যখন সিদ্ধান্ত নেন তিনি মা হবেন, তিনি অনেক পরিস্থিতি মেনে নিতে তৈরি থাকেন। কিন্তু মা হওয়ার সিদ্ধান্ত না নিয়েও কাউকে যদি বাচ্চার দায়িত্ব নিতে হয়, সেটা কতটা কঠিন সেই গল্পই বলবে 'মিনি'। '
'তিতলি' হওয়ার জন্য মিমিকে কেন বাছলেন মৈনাক? পরিচালক বলছেন, 'মিমির সঙ্গে আমার বন্ধুত্ব অনেক দিনের। কিন্তু কখনও একসঙ্গে কাজ করা হয়নি। সাংসদ মিমি, বাণিজ্যিক ছবির নায়িকা মিমির থেকেও বেশি যে বন্ধু মিমিকে আমি চিনি, তাকে আমার তিতলি হিসেবে সঠিক বলে মনে হয়েছিল। চিত্রনাট্য লেখার আগেই ওকে ফোন করে বলি এই কাজটা করতে। '
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'মিনি' ছবির ট্রেলার পোস্ট করেছেন মিমি চক্রবর্তী। সঙ্গে লেখেন, 'আসছে মাসি- বোনঝি জুটি। সঙ্গে অনেকটা ভালোবাসা আর একটু খুনসুটি। প্রকাশ্যে 'মিনি'র অফিশিয়াল ট্রেলার। ছবি মুক্তি পাবে আগামী ৬ মে।' মাসি-বোনঝির সম্পর্কের নানা দিক দেখা যেতে চলেছে এই ছবিতে। তারই কিছু কিছু অংশ দিয়ে তৈরি এই ট্রেলার। যা দেখে ইতিমধ্যেই মাসি-বোনঝি অর্থাৎ মিমি চক্রবর্তী ও অয়ন্না চট্টোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য় তারকা।
'মিনি' ছবি বলবে ছোট্ট মেয়ে মিনির গল্প। তার গল্পের বড় অংশ জুড়ে থাকবে তার মাসি তিতলি। মিনির মাসির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। কার বয়সে এবং মস্তিষ্কে এবং চিন্তাভাবনায় বড় হওয়া প্রয়োজন আর কার কেবল লম্বা হওয়া প্রয়োজন এই দোটানায় মিমি ও তিতলি। সেই গল্পই বলবে এই ছবি। এই ছবিটি বন্ধুত্বের সম্পর্ককে সুন্দরভাবে, খানিক অন্যভাবে তুলে ধরার চেষ্টা করবে। এমন বন্ধুত্ব যেখানে বয়স কোনও সীমানা নয়। একজন মহিলা এবং একটি শিশুর বন্ধুত্বের মন ভাল করা গল্প দেখা যাবে 'মিনি' ছবিতে।
ছবিতে মিমি চক্রবর্তী ও অয়ন্না চট্টোপাধ্যায় ছাড়াও মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, কমলিকা বন্দ্যোপাধ্যাকে অভিনয় করতে দেখা যাবে। মৈনাক ভৌমিকের পরিচালনায়, স্মল টক আইডিয়াস ও এমকে মিডিয়ার প্রযোজনায় রাজ্যজুড়ে 'মিনি' মুক্তি পাবে ৬ মে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -