Sonam Kapoor Update: ২৭ কোটির প্রতারণার পর এ বার চুরি, সোনমের শ্বশুরবাড়ি থেকে উধাও ১ কোটি ৪১ লক্ষের গয়না ও নগদ
মা হওয়ার খবর দিয়েছেন কয়েক দিন আগেই।বলিউড অভিনেত্রী সোনম কপূরকে নিয়ে ফের সরগরম খবরের দুনিয়া। তবে এ বারের কার্যকারণ দুর্ভাগ্যজনক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকারণ সোনম এবং তাঁর স্বামী আনন্দ আহুজার দিল্লির বাড়ি থেকে নগদ এবং গহনা মিলিয়ে প্রায় দেড় কোটি টাকা ডাকাতি হয়ে গিয়েছে।
সোনমের শ্বশুরবাড়ির লোকজন তুঘলক রোড থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন। হাই-প্রোফাইল মামলা বলে সত্বর পুলিশ অভিযোগ দায়ের করে বলে জানা গিয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে গড়া হয়েছে তদন্তকারী দলও।
পুলিশ সূত্রে খবর, এই মুহূর্তে সোনম-আনন্দের গৃহ সহায়ক এবং তাঁদের অধীনে কর্মরত কর্মীদের জেরা করা হচ্ছে। সবমিলিয়ে ২৫ জন কর্মী, ন’জন কেয়ারটেকার গাড়িচালক, মালি এবং অন্যদেরও জেরা করা হচ্ছে।
শুধু দিল্লি পুলিশই নয়, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিও তদন্তের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহে নেমেছে। হাই-প্রোফাইল মামলা বলে তদন্ত সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হচ্ছে না।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সকলকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
দিল্লির অমৃত শেরগিল মার্গে সোনম-আনন্দের ওই বাড়িতে অভিনেত্রীর শ্বশুর, শাশুড়ি, দেওর এবং দিদিশাশুড়ি থাকেন। সোনমের শাশুড়ি প্রিয়া আহুজা থানায় জানিয়েছেন, ডাকাতির বিষয়টি চেরই পাননি তিনি। ১১ ফেব্রুয়ারি আলমারি খুললে গহনা এবং নগদ দেখতে পাননি। তাতেই টনক নড়ে তাঁর।
বিষয়টি নিয়ে ২৩ ফেব্রুয়ারি থানায় অভিযোগ দায়ের করেন সোনমের শাশুড়ি। দু’বছর আগে সমস্ত গয়না ঠিকঠাক আছে কি না দেখেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি। আগের সব সিসিটিভি ফুটেজের রেকর্ডিং খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে, মার্চ মাসে সোনমের শ্বশুর হরিশ আহুজা ২৭ কোটির প্রতারণার শিকার হন বলে জানা যায়। ওই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এই মুহূর্তে মুম্বইয়ে রয়েছেন সোনম এবং তাঁর স্বামী আনন্দ। বাবা অনিল কপূরের সঙ্গে একই বাড়িতে রয়েছেন তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -