Malini Sharma Birthday: প্রথম ছবিতেই সাড়া জাগানো সাফল্য, বাঙালি তারকার সঙ্গে বিবাহবিচ্ছেদ, অন্তরালে ‘রাজ’ ছবির মালিনী
ভূতের ছবি দেখার কথা উঠলেই সবার আগে মাথায় আসে ‘রাজ’ ছবির কথা, বিশেষ করে নয়ের দশকের আশেপাশে জন্ম যাঁদের। ঘরে বসে একা আজও ওই ছবি দেখার সাহস পান না অনেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএত বছর পরও ছবির জনপ্রিয়তা টাল খায়নি। বিপাশা বসু, ডিনো মোরিয়াও রয়ে গিয়েছেন দর্শকের মনে। কিন্তু ছবিতে নায়কের জীবনের দ্বিতীয় নারীর চরিত্রে অভিনয় করা মালিনী শর্মার খবর জানেন না কেউই।
ছবিতে তাঁর আওড়ানো প্রতিটি সংলাপ আজও শিহরণ জাগানোর জন্য যথেষ্ট। ছবি দেখার পর তাঁর চিৎকার আজও কানে বাজে আজও। কিন্তু প্রথম ছবিতে বিপুল জনপ্রিয়তা পেয়েও আড়ালেই রয়ে গিয়েছেন মালিনী। তাঁর সম্পর্কে কোনও খবরই পান না কেউ।
অভিনয়ে পা রাখার আগে মডেলিং করতেন মালিনী। ‘বম্বে ভাইকিং’-এর ‘ক্যায়া সুরত হ্যায়’ গানেও দেখা যায় তাঁকে।
এ ছাড়াও টেলেভিশনেও কাজ করেছেন মালিনী। হলিউড ছবি ‘চার্লি’জ এঞ্জেলস’ ছবির অনুকরণে তৈরি সিরিজে দেখা যায় তাঁকে।
এর পর মিকা সিংহের ‘সাওয়ন মে লগ গয়ে আগ’ গানেও দেখা যায় মালিনীকে। তবে ‘রাজ’ ছবি যে বিপুল জনপ্রিয়তা দেয় তাঁকে, আগের কোনও কাজ থেকেই তা পাননি।
বাঙালি অভিনেতা, তৎকালীন তারকা প্রিয়াংশু চট্টোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন মালিনী। কিন্তু বেশি দিন টেকেনি তাঁদের দাম্পত্য।
প্রিয়াংশুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর একেবারেই লোকচক্ষুর আড়ালে চলে যান মালিনী। তিনি এখন কোথায় রয়েছেন, কী করছেন, জানা নেই কারও।
তবে লোকচক্ষুর আড়ালে থাকলেও, শুধুমাত্র ‘রাজ’ ছবির দৌলতেই দর্শকের মনে রয়ে গিয়েছেন মালিনী। ছবিতে তাঁর দীর্ঘশ্বাসের শব্দেও অনেকের মনে ভয়ের সঞ্চার ঘটে।
এমনকি তথাকথিত ভূতের ছবি হলেও, তাতে মালিনীর চরিত্রটি ছিল যথেষ্ট সাহসী। সবকিছু ছেড়ে কেন অন্তরালে চলে গেলেন তিনি, আজও এই প্রশ্ন তাড়িয়ে বেড়ায় সিনেমার অনুরাগীদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -