Mimi Chakraborty: 'মেয়েকে নয়, ছেলেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলুন', আরজি কর আবহে মন্তব্য মিমির
রাজনীতি ছেড়েছেন তিনি। বর্তমানে যে আরজি করের ঘটনা নিয়ে তোলপাড় গোটা কলকাতা, সেই বিষয়ে বারে বারেই সরব হয়েছেন তিনি। নাহ.. কোনও রাজনৈতিক দলের হয়ে নয়, নিজেরই শর্তে। তিনি মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় সদ্য কিছু বার্তা শেয়ার করে নিয়েছেন মিমি চক্রবর্তী, সেখানেই তিনি ফের একবার সরব হয়েছেন আরজি করের ধর্ষণ নিয়ে, সমাজের মানসিকতা নিয়ে।
মিমি যে পোস্ট শেয়ার করে নিয়েছেন, সেখানে বার্তা দিয়েছেন, 'মেয়েটি ধর্ষিত হয়েছে না লিখে, লিখুন ছেলেটি ধর্ষণ করেছে। মেয়েকে রক্ষা করতে হবে না। ছেলেকে শিক্ষা দিন।'
এরপরেও মিমি লিখেছেন, 'সুরক্ষিত থাকতে মেয়েকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলবেন না। আপনার ছেলেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলুন। তাহলেই সব সুরক্ষিত থাকবে।'
সোশ্যাল মিডিয়ায় মিমির এই মন্তব্য শেয়ার করে নিয়ে তাঁকে সমর্থন করেছেন রাইমা সেন। তিনিও যে মিমির বক্তব্যে একমত, তা প্রকাশ করে দিয়েছেন তিনি।
সদ্য সরকারের তরফ থেকে নারী সুরক্ষায় নতুন কিছু নিয়মাবলীর কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, মেয়েদের যতটা সম্ভব নাইট ডিউটি থেকে বিরত রাখা হবে।
উল্লেখ না করে, মিমি যেন এই নীতির বিরুদ্ধেও সরব হয়েছেন, কারণ তিনি মেয়েদের রাতে বেশিক্ষণ বাইরে থাকার সমর্থনই করেছেন। বরং ছেলেদেরই বলেছেন তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা।
গতকাল, রবিবার টলিউডের তরফ থেকে একটি মিছিল বের করা হয়। সেই মিছিলে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, সৌরসেনী মৈত্র ও অন্যান্যরা।
মিছিলের শেষে, জমায়েতের মধ্যে পরমব্রতকে বলতে শোনা গেল, 'রাজ্য সরকার নারী সুরক্ষায় নতুন কিছু নিয়ম প্রণয়ন করার চেষ্টা করেছেন। সেই পদক্ষেপকে স্বাগত। কিন্তু সেখানে আমার একটি প্রশ্ন রয়ে গিয়েছে। মেয়েদের নাইট ডিউটি না দেওয়ার একটি প্রশ্ন রয়ে গিয়েছে। আমরা যদি এই জায়গাতেই চলে যাই, তাহলে ১৪ তারিখ রাতে আমাদের রাত দখলের ডাক দিয়ে কী লাভ হল?'
অন্যদিকে আবির চট্টোপাধ্যায় বলছেন, 'একটা দ্রুত ন্যায়বিচার হলে, একটা শাস্তি হলে সবার কাছেই সেই বার্তাটা পৌঁছবে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -