Annada Ekadashi: অন্নদা একাদশী পালনে দূর হয় সবপাপ, করতে হয় কী কী
পবিত্র এই তিথি নিয়ম মেনে বিষ্ণুর পুজো ও ব্রত পালনে সমস্ত ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায়।(ছবি সৌজন্য- পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধর্মীয় বিশ্বাস, এই তিথিতে বিষ্ণুর পুজো ও এই ব্রতের নাম শুনলেই প্রচুর পরিমাণ পাপ দূর হয়।(ছবি সৌজন্য- পিটিআই)
অন্নদা একাদশী পালন করলে অনেক বছরের দুঃখ দূর হওয়ার সঙ্গে সঙ্গে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে।(ছবি সৌজন্য- পিটিআই)
স্মার্ত মতে ভারতীয় সময় অনুযায়ী এই বছর অন্নদা একাদশী পড়ছে ১১ ভাদ্র, ইংরাজির ২৮ অগাস্ট বুধবার ভোর ৪টে ২০ মিনিটে।
অন্নদা একাদশী শেষের সময় ১২ ভাদ্র অর্থাৎ ২৯ অগাস্ট বৃহস্পতিবার রাত ৩টে ৪৬ মিনিটে।(ছবি সৌজন্য- পিটিআই)
অন্নদা একাদশীর উপোস করা হবে বৃহস্পতিবার। আর উপোস ভাঙা হবে ৩০ অগাস্ট অর্থাৎ ১৩ ভাদ্র শুক্রবার সকাল ৯টা ৪৬ মিনিটে।(ছবি সৌজন্য- পিটিআই)
প্রাচীনকালে রাজা হরিশচন্দ্র এই একাদশীতে ব্রত পালন করে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়েছিলেন বলে বিশ্বাস। তারপর থেকে এই একাদশী পালন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের।(ছবি সৌজন্য- পিটিআই)
ধর্মীয় বিশ্বাস, এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে পাঠ করা ও শোনা অশ্বমেধ যজ্ঞের ফল দেয়।(ছবি সৌজন্য- পিটিআই)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি সৌজন্য- পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -