Ishan Kishan: ক্রিকেট-বলিউডের নতুন মেলবন্ধন? তরুণ ভারতীয় ক্রিকেটারের এই সুন্দরী বান্ধবীকে চেনেন?
বিরাট-অনুষ্কা, হরভজন-গীতা, যুবরাজ-হেজেল থেকে আগের আজহার-সঙ্গীতা বিজলানি ক্রিকেট ও বলিউডের মেলবন্ধনের গল্প নতুন নয়। এবার কি সেই তালিকায় পাকাপাশি সিলমোহর পড়তে চলেছে আরও এক জুটির?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅদিতি হুন্ডিয়া। পেশায় একজন মডেল। সাম্প্রতিক সময়ের একাধিক বিজ্ঞাপনে মুখ হিসেবে দেখা যায় এই তরুণীকে। কিন্তু কেন এই অদিতি হুন্ডিয়ার কথা বলা হচ্ছে জানেন?
এই অদিতি ভারতীয় ক্রিকেটার ঈশান কিষাণের বিশেষ বন্ধু। বেশ কয়েকবার দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে বিভিন্ন রেস্তোঁরায়। তবে কি তাঁরা প্রেম করছেন?
অদিতি বয়সে ঈশানের থেকে বেশ কিছুটা বড়। তবে দুজনকে দেখে মনে হবেই যেন তাঁরা প্রেম করছেন একে অপরের সঙ্গে।
সম্প্রতি বুচিবাবু টুর্নামেন্টে ৮৬ বলে ঝোড়ো শতরান হাঁকিয়েছিলেন ঈশান। তাঁর কেরিয়ারের ওঠাপড়ার সঙ্গী এখন অদিতিও। সবসময় পাশে থাকার চেষ্টা করেন তরুণ উইকেট কিপার ব্য়াটার।
ইনস্টাগ্রামে বেশ সক্রিয় অদিতি। তাঁর ফলোয়ার্স সংখ্যা প্রায় আড়াই লাখের ওপর।
২০১৮ সালে মিস সুপারন্যাশনাল খেতাব খেতাব জিতেছিলেন অদিতি। বলিউডে পা রাখার জন্য তৈরি তিনি।
অদিতির সঙ্গে সম্পর্কের বিষয়ে ঈশান কিষাণ কখনওই কিছু বলেননি। অদিতিও এই বিষয় কিছু মুখ খোলেননি।
অদিতি মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট ছিলেন। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানের ইনিংস খেলেছিলেন ঈশান। তখন সোশ্য়াল মিডিয়ায় ঈশানের সমর্থনে পোস্ট করে অদিতি লিখেছিলেন, ''তুমি, এর থেকেও ভাল পারফর্ম করতে পারবে।''
সৌন্দর্য ও ফিটনেসের বিষয়ে যে কোনও বলিউড অভিনেত্রীকে টেক্কা দেবেন অদিতি। সোশ্য়াল মিডিয়ায় একের পর এক ছবিতে তাক লাগাতে ওস্তাদ অদিতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -