Raktabeej: চোখে সানগ্লাস, মাথায় হেলমেট 'রক্তবীজ' শ্যুটিং-এর নেপথ্য় দৃশ্য় শেয়ার করলেন মিমি
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'রক্তবীজ' বড় পর্দায় মুক্তি পাবে ১৯ অক্টোবর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের প্রেক্ষাপটে এই প্রথমবার থ্রিলার ছবি পরিচালনা করছেন এই পরিচালকদ্বয়।
ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী অভিনীত এই ছবি নিয়ে চড়ছে দর্শকের উন্মাদনার পারদ।
আজ নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে শ্য়ুটিং-এর নেপথ্য় কিছু দৃশ্য়ের ছবি শেয়ার করলেন মিমি চক্রবর্তী।
ছবিতে দেখা যাচ্ছে চোখে সানগ্লাস, মাথায় হেলমেট পরে বাইক চালাচ্ছেন অভিনেত্রী।
এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, অনুসূয়া মজুমদারের, কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচার্য্য, অম্বরীশ ভট্টাচার্যের মত অভিনেতারা।
উল্লেখ্য়, থ্রিলার ঘরানার এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে আবির ও মিমিকে।
প্রসঙ্গত বিভিন্ন বিজ্ঞাপনে শিবপ্রসাদ ও নন্দিতার পরিচালনায় কাজ করলেও, এই প্রথম তাঁদের পরিচালনায় ছবিতে অভিনয় করবেন আবির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -