Miss Universe Harnaaz Sandhu Photos: 'মিস ইউনিভার্স' চণ্ডীগড়ের ২১ বছরের তরুণী, হরনাজ কৌর সান্ধু
২১ বছর পর ২০২১ সালে 'মিস ইউনিভার্স'-এর খেতাব জিতলেন ২১ বছর বয়সী হরনাজ কৌর সান্ধু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্থানীয় তারিখ ১২ ডিসেম্বর ২০২১-এ ইজরায়েলের ইলায় আয়োজিত বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় জয়ী হলেন পঞ্জাবের কন্যা।
বিভিন্ন দেশ থেকে আসা অপর ৭৯ জন প্রতিযোগীকে পিছনে ফেলে সেরার শিরোপা পেলেন হরনাজ।
দ্বিতীয় স্থান পেলেন প্যারাগুয়ের নাদিয়া ফেরেরা এবং তৃতীয় স্থানে রইলেন দক্ষিণ আফ্রিকার লালেলা মাওয়ানে।
হরনাজ সান্ধুকে এদিন সেরার মুকুট পরিয়ে দিলেন গত বছর অর্থাৎ ২০২০-এর 'মিস ইউনিভার্স', মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজা। এরপর ইলার মঞ্চে এই বছরের 'মিস ইউনিভার্স' হিসেবে প্রথমবার র্যাম্পে হাঁটলেন হরনাজ কৌর সান্ধু।
পঞ্জাবের চলচ্চিত্র অভিনেত্রী ও চণ্ডীগড় পোস্ট গ্র্যাজুয়েট গভর্নমেন্ট কলেজ, সেক্টর ১১-এর প্রাক্তনী হলেন ২০২১ সালের 'মিস ইউনিভার্স' হরনাজ কৌর সান্ধু।
আবহাওয়ার পরিবর্তন সংক্রান্ত প্রশ্নের উত্তরে ২১ বছর বয়সী তরুণীর উত্তরই তাঁকে সেরার শিরোপা এনে দেয়। কী বলেন তিনি উত্তরে? 'এখন কম কথা বলে কাজ বেশি করার প্রয়োজন। প্রতিরোধ এবং রক্ষা করা সর্বদা মেরামত এবং অনুতাপ চেয়ে ভাল।'
তিনি বলেন, 'আজকের তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা হল নিজেদের ওপর বিশ্বাস করা। প্রত্যেকেই আমরা স্বতন্ত্র এবং সেটাই আমাদের সুন্দর করে তোলে। নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করা বন্ধ করো এবং বিশ্বে আরও যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে সেই সম্পর্কে কথা বলো।'
'খোলস ছেড়ে বেরিয়ে এসো, নিজের হয়ে নিজে কথা বলো কারণ তুমিই তোমার জীবনের অধিনায়ক, তুমিই তোমার নিজের স্বর। আমি নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম এবং তাই আমি আজ এখানে দাঁড়িয়ে আছি।'
সান্ধু এর আগেও একাধিক সৌন্দর্য প্রতিযোগিতার খেতাব জেতেন, যেমন, 'টাইমস ফ্রেশ ফেস মিস চণ্ডীগড় ২০১৭', 'মিস ম্যাক্স ইমার্জিং স্টার ইন্ডিয়া ২০১৮' এবং 'ফেমিনা মিস ইন্ডিয়া পঞ্জাব ২০১৯'।
ইজরায়েলের উদ্দেশে পাড়ি দেওয়ার আগে সান্ধু এক সাক্ষাৎকারে জানান যে তিনি নিশ্চিত করবেন যাতে নিজের দেশকে তিনি শ্রেষ্ঠভাবে প্রদর্শন করতে পারেন এবং তিনি এও জানান যে এই বছর তিনি নিজের দেশকে গর্বিত করবেন। কথা রেখেছেন তরুণী। ভারতকে গর্বিত করেছেন, দীর্ঘ ২১ বছর পর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -