Winter Child Care : বাচ্চার জন্য রুম টেম্পারেচার কত হওয়া দরকার? মোটা শীতের জামাকাপড় পরানো কি ঠিক ?
শিশুকে তেল মাখিয়ে রোদে রাখা উচিত ? মাথায় তেল দেওয়া যায় কি ? বাচ্চার জন্য রুম টেম্পারেচার কত হওয়া দরকার? রইল সদ্যোজাতর যত্ন নিয়ে A টু Z আলোচনা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুটি স্তনের মাঝে শিশুকে রাখতে হবে। তাকে বলে ক্যাঙ্গারু কেয়ার। শিশুতো প্রথমবার শীতেই বাইরের তাপমাত্রার সঙ্গে নিজেকে মেলাতে পারবে না।
যত মায়ের শরীরের ওম পাবে, ততই ভাল। তাই শিশুকে কাছে নিয়ে শোবেন।
লক্ষ্য রাখতে হবে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে কিনা। বুকে ঘরঘর শব্দ হচ্ছে কি? মায়েরাই এই তফতটুকু বুঝতে হবে। ব্রেস্ট মিল্ক ঠিক মতো টানতে পারছে কি না খেয়াল রাখুন।
বাচ্চাকে ভীষণ ভারী কিছু পোশাক বা জামার উপর জামা পরিয়ে দেবেন না।
সরাসরি রোদে ফেলে রাখা নয়। ঘরে ঢোকা নরম রোদে বসতে পারেন মা ও শিশু। তাতে ভিটামিন ডি-র জোগান হয়। তবে তেল মাখিয়ে শিশুকে রোদে ফেলে রাখা যাবে না।
একটি সদ্যোজাত বাচ্চার ক্ষেত্রে ঘরের তাপমাত্রা ২৫-২৬ ডিগ্রি হওয়া জরুরি। গরম কালেও এই তাপমাত্রায় শিশু আরামে থাকে।
বাচ্চার জ্বর হলে তেল মালিশ করে ফেলে না রেখে, তাকে চিকিৎসকের পরামর্শ মতো তাপমাত্রা ১০০ ছুঁলে প্যারাসিটামল দিতে হবে। সেই সঙ্গে নাকে স্যালাইন ড্রপ দিতে হবে শ্বাসপ্রশ্বাসে যাতে সমস্যা না হয়।
শীতকালে বাচ্চাকে (child care) রোজ স্নান (Bathing)করানো কতটা জরুরি ? রোজ স্নান না করালেও অল্টারনেটিভ দিনে রোজ স্পঞ্জ করা প্রয়োজন । একদম সদ্য জন্মানো শিশুকে রোজ স্নান করান অনেকেই।
অনেক পরিবারেই সদ্যোজাতর মাথার চুল কামিয়ে দেওয়ার রীতি আছে। কিন্তু এতে চুলের গ্রোথ ভাল হয়, এই কথার কোনও ভিত্তি নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -