Miss Universe News: মিস ইউনিভার্সের মঞ্চে পানীয়র ক্যানের অংশ নিয়ে তৈরি পোশাক পরে হাজির প্রতিযোগী, নেপথ্যে অন্য কারণ
তিনি সফলতা পাননি বটে, তবে নজর কেড়েছিল অ্যানার পোশাক। কী সেই পোশাকের বিশেষত্ব? অ্যানার পোশাক তৈরি করতে ব্যবহার করা হয়নি কোনও কাপড়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছোটবেলা থেকেই অ্যানার দিন কেটেছে অভাবে। কিন্তু কখনও নিজের লক্ষ্যকে হারিয়ে যেতে দেননি অ্যানা। অটল ছিলেন, খেটেছেন তাঁর লক্ষ্যে।
অ্যানার এই পোশাক বানিয়েছে মণিরত (Manirat)। সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছেন অ্যানা, জিতে নিয়েছেন তামাম দর্শকের ভালবাসা। অনেকেই তাকে খেতাব দিয়েছেন 'দ্য গার্বেজ বিউটি কুইন' (the garbage beauty queen) নামে।
গোটা পোশাক তৈরি হয়েছে ঠাণ্ডা পানীয়র ক্যানের ঢাকনা ও হীরে দিয়ে। তাই দিয়েই তৈরি হয়েছে সুন্দর এক গাউন।
ক্যানের পুল ট্যাবস জুড়ে জুড়ে বানানো হয়েছিল গোটা গাউন আর সেই পুল ট্যাবের প্রত্যেকটিতে বসানো ছিল একটি করে বড় হীরে। সেই পোশাকেই মঞ্চে ঝলমল করে ওঠেন মিস তাইল্যান্ড।
কিন্তু কেন পোশাক তৈরির এই অদ্ভুত ভাবনা? জানা যাচ্ছে, অ্যানা সুয়েনগামের মা ও বাবা দুজনেই রাস্তা পরিষ্কারের কাজের সঙ্গে যুক্ত। সাফাই কর্মী।
ঠাণ্ডা পানীয়র ক্যানের ঢাকনা দিয়ে পোশাক তৈরি করে অ্যানা বোঝাতে চেয়েছেন তাঁর ছোটবেলার লড়াইয়ের কথা। এই পোশাক তাঁর মা ও বাবার কাজের প্রতি সম্মান প্রদর্শন করছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -