Kohli Record: সচিনের রেকর্ড ভেঙে দিলেন, বাইশ গজে কোহলি ফের কিং
তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ১১০ বলে ১৬৬ রান করে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। তিনিই ম্য়াচের সেরা হয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে জোড়া সেঞ্চুরি হয়ে গেল কোহলির। সিরিজের সেরাও হয়েছেন তিনি।
নতুন বছরে রানের ফোয়ারা কোহলির ব্যাটে। এক সিরিজে জোড়া সেঞ্চুরি করে কোহলি ফের কিং।
সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন কোহলি। গড়ে ফেললেন নতুন নজির।
কী সেই নজির? ভারতের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে ২১টি সেঞ্চুরি হয়ে গেল কোহলির।
দেশের মাটিতে ওয়ান ডে-তে অন্য কোনও ভারতীয় ক্রিকেটারের এই নজির নেই। তাই নতুন উচ্চতা স্পর্শ করলেন বিরাট।
তাঁর আগে দেশের মাটিতে ওয়ান ডে-তে সচিনের ২০টি সেঞ্চুরি ছিল। সেই রেকর্ড ভেঙে দিলেন বিরাট।
চলতি বছরই ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। অক্টোবর-নভেম্বর মাসে। তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে-তে সিরিজের সেরা ক্রিকেটারের সম্মান পেয়ে আপ্লুত কোহলি।
তিরুঅনন্তপুরমে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের জন্য শুভমন গিলের সঙ্গে আড্ডা মেরেছেন কোহলি। সেখানে তিনি বলছেন, 'বছরটা দারুণ শুরু হয়েছে। সূর্যকে (সূর্যকুমার যাদব) সেটাই বলছিলাম। প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলাম। ফের সেঞ্চুরি করলাম।'
কোহলি যোগ করেছেন, 'একটা সিরিজে জোড়া সেঞ্চুরি। সিরিজের সেরার পুরস্কার। বিশ্বকাপের বছরে শুরুটা খুব ভাল করতে পারলাম। আমি জানি ধারাবাহিকভাবে রান করে যেতে পারব। এভাবে শুরু করলে আত্মবিশ্বাসী লাগে আর সব কিছু ভাল হয়। দলের কথা ভেবেও ভাল লাগছে। আমি পারফর্ম করছি। দলও ব্যাটিংয়ের দিক থেকে মজবুত জায়গায় থাকছে।' ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -