Mithun Chakraborty Birthday: 'গৌরাঙ্গ' তো সবাই জানে, মিঠুন চক্রবর্তীর আর একটি নাম জানেন? রইল অনেক চমকদার তথ্য
আজ জন্মদিন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর। আজ তাঁর জন্মদিনে জেনে নেওযা যাক অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৮৯ সালে মিঠুন চক্রবর্তীর ১৯টি ছবি মুক্তি পেয়েছিল। এক ক্যালেন্ডার ইয়ারে এর প্রত্যেকটা ছবিতেই মিঠুন চক্রবর্তী নায়কের ভূমিকায় পর্দায় অভিনয় করেছিলেন। এমন পরিসংখ্যান ব্যাতিক্রমীও বটে।
জিমি ঝিনচ্যাক বলে একটি কমিক বুক প্রকাশিত হয়েছিল মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তাকে অবলম্বন করে। খেয়াল করে দেখুন তো এরকম আর কতজন নায়ককে খুঁজে পাবেন, যাঁদের নিয়ে কমিক বুক প্রকাশিত হয়েছে।
মিঠুন চক্রবর্তী অভিনয় ছাড়াও জনপ্রিয় তাঁর নাচের জন্য। আর নাচের বিষয়ে বলিউডে অন্যতম কিংবদন্তি শিল্পী হলেন হেলেন। মিঠুন চক্রবর্তী একসময় হেলেনের সহকারী হিসেবেও কাজ করেছিলেন।
অভিনেতা মিঠুন চক্রবর্তী শুধুমাত্র বাংলা কিংবা ভারতেই জনপ্রিয় নন। তাঁর অগণিত অনুরাগী ছড়িয়ে রয়েছে গোটা বিশ্বজুড়ে। তবে, এদেশের পরই মিঠুন চক্রবর্তী সবথেকে জনপ্রিয় রাশিয়াতে। সেখানে তাঁকে ডান্সিং স্টারের তকমা দেওয়া হয়।
১৯৭৬ সালে মিঠুন চক্রবর্তী 'দো আনজানে' ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেন। যদিও ছবিতে তাঁর উপস্থিতির সময় ছিল মাত্র কয়েক মুহূর্তের।
হ্যাঁ, 'ডিস্কো ডান্সার' দিয়েই মিঠুন চক্রবর্তী জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান। কিন্তু সেই অর্থে বলিউড তাঁকে অভিনেতা হিসেবে পছন্দ করা শুরু করেছিল 'সুরক্ষা' ছবি থেকে।
১৯৯২ সালে যখন সিনে টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে, তখন প্রবাদপ্রতিম দিলীপ কুমার এবং সুনীল দত্তের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মিঠুন চক্রবর্তীও।
মিঠুন চক্রবর্তী শুধু বাংলা কিংবা হিন্দি ছবিতেই অভিনয় করেননি। এছাড়াও তিনি ওড়িয়া, ভোজপুরি, তেলুগু এবং পঞ্জাবি ছবিতে অভিনয় করেন। এবং দর্শকদের প্রশংসাও পান।
মিঠুন চক্রবর্তী যখন হেলেনের সহকারী হিসেবে কাজ করতেন, তখন তিনি নিজের নাম রেখেছিলেন রানা রেজ। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -