National Herald Case: রাহুলকে জেরা ইডির, দেশজুড়ে কংগ্রেসের বিক্ষোভে ধুন্ধুমার
ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি রাহুল গান্ধী। টানা কয়েকদিন ধরে দফায় দফায় ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ। তা নিয়ে প্রথম দিনে থেকেই রাস্তায় নেমেছে কংগ্রেস। বৃহস্পতিবারও দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল কংগ্রেস। ছবি: পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশজুড়ে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ কর্মসূচি ঘিরে কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় খণ্ডযুদ্ধ হয়েছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রায় সব রাজ্যেই একই ছবি। ছবি: পিটিআই
বিহারের পাটনা, ঝাড়খন্ডের রাঁচিতে রাস্তায় নামেন কংগ্রেস নেতা-কর্মীরা। আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বারবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ছবি: পিটিআই
রাহুল গান্ধীকে লাগাতার ইডি’র জেরার মধ্যেই বৃহস্পতিবার দেশজুড়ে বিক্ষোভ-আন্দোলনে নেমেছে কংগ্রেস। উত্তরপ্রদেশের লখনউতে বিক্ষোভ আন্দোলনে ডাক দেয় হাতশিবির। ছবি: পিটিআই
দিল্লি, বেঙ্গালুরু, জয়পুর, চণ্ডীগড়, আগরতলায় এদিন রাস্তায় নেমেছিলেন কংগ্রেস নেতা ও কর্মীরা। কর্মসূচি ঘিরে ধুন্ধুমার হয় প্রায় সব জায়গাতেই। ছবি: পিটিআই
হায়দরাবাদে আন্দোলন ধ্বংসাত্মক হয়ে ওঠে। গাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। ছবি: পিটিআই
বিভিন্ন রাজ্যে যে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল তা দমাতে কড়া অবস্থান করেছিল পুলিশও। একাধিক জায়গায় বিক্ষোভ সামলাতে শক্তি প্রয়োগ করেছে পুলিশ। করা হয়েছে গ্রেফতারও। ছবি: পিটিআই
উল্টোদিকে পুলিশের বিরুদ্ধে মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস। এর আগে এআইসিসি’র দফতরে ঢুকে পুলিশের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগও তোলা হয়েছে। ছবি: পিটিআই
কলকাতাতেও কংগ্রেস বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল। রাজভবনের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। রাজভবনের কাছাকাছি পৌঁছতেই পুলিশ কংগ্রেসের মিছিল আটকাতেই বেধে যায় তুলকালাম! পার্কসার্কাসে অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। ছবি: পিটিআই
চণ্ডীগড়ে কংগ্রেসের বিক্ষোভ-অভিযান রুখতে জলকামান ব্যবহার করে পুলিশ! যোগীরাজ্য উত্তরপ্রদেশের লখনউ তেতে ওঠে কংগ্রেসের বিক্ষোভে। কর্ণাটকে বিরোধী দলনেতা সিদ্দারামাইয়ার নেতৃত্বে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস। রাজস্থানের জয়পুরেও ব্যাপক বিক্ষোভ দেখানো হয়েছে কংগ্রেসের তরফে। ছবি: পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -