World Cup Football Stadiums: এই আটটি স্টেডিয়ামেই বসতে চলেছে কাতার বিশ্বকাপের আসর
খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। ১৯৭৫ সালে নির্মিত এই স্টেডিয়ামে দর্শকসংখ্যা ৪৮ হাজার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলুসেইল স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি নতুন নির্মিত হয়েছে কাতার বিশ্বকাপের আগে। এর দর্শকাসন সংখ্যা প্রায় ৮০ হাজার।
কাতারের আল খোরে অবস্থিত আল বায়াত স্টেডিয়াম। এর দর্শক আসন সংখ্যা প্রায় ৬০ হাজারের কাছাকাছি।
২০০৩ সালে নির্মিত এই স্টেডিয়ামটি কাতারের আল রায়ানে অবস্থিত। এর দর্শক আসন সংখ্যা প্রায় ২১, ২৮২।
রাস আবু আবুদ স্টেডিয়ামের ভোলবদলে তৈরি হয়েছে স্টেডিয়াম ৯৭৪। প্রায় ৪০ হাজার দর্শক খেলা দেখতে পারবেন এই মাঠে। বিশ্বকাপের মোট ৭টি ম্যাচ আয়োজিত হবে এখানে।
আল সুমামাহ স্টেডিয়াম কাতারের আল সুমামাহ এলাকায় নির্মাণ করা হয়েছে ।দেখতে টুপির মত এই স্টেডিয়ামের আসন সংখ্যা ৪০ হাজার।
কাতারের আল রায়ানে অবস্থিত স্টেডিয়াম। এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা প্রায় ৪৫৩৫০ জন। বিশ্বকাপের পরে এই স্টেডিয়াম পুনর্নির্মাণ করে ২৫ হাজার সিট রেখে দেওয়া হবে।
আল ওয়াক্রাহ স্টেডিয়ামটির নামই পরিবর্তিত হয় আল জানুব স্টেডিয়াম নামে। ২০১৯ সালে উদ্বোধন হওয়া এই স্টেডিয়ামের দর্শক আসন প্রায় ৪০ হাজার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -