Mithun Chakraborty: 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত 'ডিস্কো ডান্সার', অভিনেতার অন্যতম সেরা এই সিনেমাগুলি দেখেছেন?
'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত বলিউডের 'ডিস্কো ডান্সার' মিঠুন চক্রবর্তী। সোমবার, ৩০ অক্টোবর তাঁর নাম ঘোষণা হয়। সিনে দুনিয়ায় তাঁর অনবদ্য অবদানের জন্যই সম্মান প্রদান। এক ঝলকে দেখে নেওয়া যাক, 'মহাগুরু'র অন্যতম সেরা কিছু ছবির নাম। ছবি: PTI
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'ডিস্কো ডান্সার' (১৯৮২) - মিঠুন চক্রবর্তীর নামের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে 'ডিস্কো ডান্সার' শব্দবন্ধ। কালজয়ী এই ছবিতে অনিলের চরিত্রে দেখা যায় তাঁকে। স্ট্রিট পারফর্মার থেকে তারকা হয়ে ওঠার গল্প বলে এই ছবি। 'আই অ্যাম এ ডিস্কো ডান্সার' গানে আইকনিক সেই নাচের স্টেপস এখনও মানুষের মনে তাজা। ছবি: IMDb
'বক্সার' (১৯৮৪) - চোর থেকে বক্সার হয়ে ওঠে শঙ্কর। রকির গল্প দ্বারা অনুপ্রাণিত এই ছবি। বাবার অপূর্ণ স্বপ্ন পূরণে শঙ্করের কঠিন লড়াইয়ের গল্পের সঙ্গে রাহুল দেববর্মনের মনমাতানো সঙ্গীত পরিচালনা। ছবি: IMDb
'পেয়ার ঝুঁকতা নেহি' (১৯৮৫) - রোম্যান্টিক ড্রামা ঘরানার ছবি। ধনী পরিবারের মেয়ে প্রীতি ও মধ্যবিত্ত চিত্রগ্রাহক অজয়ের প্রেমের গল্প। আবেগঘন দৃশ্য এবং দারুণ অভিনয় এই ছবিকে দর্শকের অন্যতম প্রিয় করে তোলে। ছবি: IMDb
'অগ্নিপথ' (১৯৯০) - যদিও এই ছবির মুখ্য চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন এবং তাঁর দিকেই ছিল মূল আকর্ষণ। তা সত্ত্বেও মিঠুনের কৃষ্ণণ আইয়ার চরিত্রের উপস্থিতি ছবির গুরুতর বিষয়ের সঙ্গে কৌতুকের ভারসাম্য বজায় রেখেছিল। এই ছবির জন্য সেরা সহ-অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান তিনি। ছবি: IMDb
'মৃগয়া' (১৯৭৬) - মিঠুন চক্রবর্তীর প্রথম ছবি যেখানে তাঁকে ভারতীয় উপনিবেশে শিকারীর চরিত্রে দেখা যায়। প্রথম ছবিতেই বাজিমাত করেন। পান সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার। বক্স অফিসে দারুণ সাফল্য না পেলেও এই ছবি 'ক্লাসিক' হিসেবে বিবেচিত হয়। ছবি: IMDb
'সুরক্ষা' (১৯৭৯) - অ্যাকশনে ভরপুর এই ছবিতে তাঁকে গুপ্তচরের ভূমিকায় দেখা যায়। 'গানমাস্টার জি৯', যে এক গোপন মিশনে রয়েছে এক অপরাধী সংগঠনের পর্দাফাঁস করার। মিঠুনের দুর্দান্ত পারফর্ম্যান্স, 'মৌসম হ্যায় গানে কা'র মতো গান তাঁকে পরিচিত নাম করে তোলে। ছবি: IMDb
'তরানা' (১৯৭৯) - রোম্যান্টিক ঘরানার ছবি যেখানে মিঠুনের চরিত্র শ্যাম প্রেমে পড়ে রানি নামের এক আদিবাসী মেয়ের। দারুণ গান, আবেগঘন দৃশ্যের জন্য বিখ্যাত এই ছবি। সিনেমাটি দর্শকের মন ছুঁয়েছিল। ছবি: IMDb
'ওয়ারদাত' (১৯৮১) - 'সুরক্ষা' ছবির সিক্যুয়েল। 'গানমাস্টার জি৯' চরিত্রেই ফেরেন তিনি। হলিউডি কায়দায় তৈরি এই ছবি ছিল অ্যাকশনে ভরপুর। তাঁর অভিনয় ক্ষমতা প্রশংসিত হয়। ছবি: IMDb
'জল্লাদ' (১৯৯৫) - এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যায় তাঁকে। ভিলেন অমাবস ও তার ছেলে শক্তির চরিত্রে দেখা যায় তাঁকে। নৈতিকতা, ক্ষমতার প্রেক্ষাপটে তৈরি ছবি। সেরা খলনায়ক হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন মিঠুন এই ছবির জন্য। ছবি: IMDb
- - - - - - - - - Advertisement - - - - - - - - -