IND vs BAN 2nd Test: থামাতে পারল না একটানা বৃষ্টিও, কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জয়ে অশ্বিনদের ইতিহাস
বৃষ্টিতে সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল দুই দিনের খেলা। প্রথম দিনও মাত্র ৩৫ ওভারই খেলা হয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাও বাংলাদেশের বিরদ্ধে কানপুরে পঞ্চম দিন চা বিরতির আগেই জয় সুনিশ্চিত করে ভারত।
প্রথম ইনিংসে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিধ্বংসী ব্যাটিংই এই জয়ের ভিত গড়ে। দুই ইনিংস মিলিয়ে ভারতের ৭.৩৬ স্ট্রাইক রেট, লাল বলের ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ।
ম্যাচের চতুর্থ দিন প্রথম ইনিংসে ভারতীয় দল বলের নিরিখে টেস্টে দ্রুততম ৫০, ১০০, ১৫০ ও ২০০ রান করার রেকর্ড গড়েন।
টেস্টে বল হাতে মোট পাঁচটি উইকেট নেন আর অশ্বিন।
দুই ম্যাচের সিরিজ়ে মোট ১১৪ রান ও ১১ উইকেট নিয়ে ১১ নম্বর বার সিরিজ় সেরা হন অশ্বিন। এটি মুথাইয়া মুরলিধরনের সঙ্গে যুগ্মভাবে সর্বকালের সর্বোচ্চ।
এই ম্যাচের আবার অশ্বিনের স্পিন জুড়িদার রবীন্দ্র জাডেজা টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন।
দ্বিতীয় দ্রুততম হিসাবে তিনি টেস্টে ৩০০০ রান ও ৩০০ উইকেট নেওয়ার যুগ্ম কৃতিত্ব গড়লেন। ছবি: বিসিসিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -