Sharadiya Durga Puja: কোন কোন ভোগে তুষ্ট করবেন নবদুর্গাকে
নবদুর্গা প্রথম রূপ হচ্ছে মা শৈলপুত্রী। নানা রকমের ফল দিয়ে পুজো দেওয়ার পাশাপাশি ভক্তরা মা-কে সুজি ও লুচি নিবেদন করেন। গরুর দুধের ঘি দিয়ে বানানো প্রসাদের পাশাপাশি তাঁকে বাতাস, পান ও ছোলাও নিবেদন করা হয়। ধর্মীয় বিশ্বাস এর ফলে সংসার থেকে রোগ দূর হওয়ার সঙ্গে সঙ্গে দেবীর আশীর্বাদ পাওয়া যায়।(ছবি সৌজন্য- পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদ্বিতীয় দিন পুজো হয় মা ব্রহ্মচারিণীর। তাঁকে ভোগ হিসেবে ভাত, দুধ, দই, মধু, ফল ও মিষ্টি নিবেদন করা হয়। চিনি দিয়ে তৈরি কোনও জিনিস ভোগ হিসেবে নিবেদন করলে দেবী খুশি হয়ে সংসারে সুখ-শান্তি প্রদান করেন বলে বিশ্বাস করা হয়।(ছবি সৌজন্য- পিটিআই)
তৃতীয় দিনে পূজিত হন দেবী চন্দ্রঘণ্টা। তাঁকে ভোগ হিসেবে নিবেদন করা হয় দুধের তৈরি মিষ্টান্ন, পঞ্চামৃত ও মিছরি। এই ভোগ নিবেদন করলে মানসিক শান্তি প্রদান করার পাশাপাশি সংসারে স্থিতাবস্থা বজায় রাখতে সাহায্য করেন দেবী। সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়।(ছবি সৌজন্য- পিটিআই)
দেবী কুষ্মান্ডার পুজো হয় চতুর্থীর দিন। মাকে ভোগ হিসেবে নিবেদন করা হয় নারকেল, লাল ফল ও মালপোয়া। পরে সেই ভোগ সবাইকে বিতরণ করলে মা বুদ্ধি ও বিদ্যা দান করেন। বৃদ্ধি করেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও।(ছবি সৌজন্য- পিটিআই)
পঞ্চমীতে আদ্যাশক্তি পূজিত হন স্কন্দমাতা রুপে। দেব সেনাপতি কার্তিকের মাতা হিসেবে পুজো করা হয় তাঁকে। এই দিন কলা ভোগ হিসেবে নিবেদন করলে কাজের জায়গা সুনাম বৃদ্ধি হওয়ার পাশাপাশি জীবনে অগ্রগতি হবে।(ছবি সৌজন্য- পিটিআই)
মহর্ষি কাত্যায়নের কন্যা হিসেবে জন্ম নেওয়া দেবী কাত্যায়নীর পুজো করা হয় ষষ্ঠীর দিন। এই দিন দেবীকে মধু ভোগ হিসেবে নিবেদন করলে সৌন্দর্য ও সমৃদ্ধি পাওয়া যায় বলে বিশ্বাস।(ছবি সৌজন্য- পিটিআই)
দেবী কালরাত্রির পুজো হয় সপ্তমীর দিন। মা কালরাত্রিকে ভোগ হিসেবে নিবেদন করুন গুড়ের তৈরি মিষ্টি ও পায়েস। তারপর সবাইকে তা বিতরণ করুন। এতে শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি পাওয়ার পাশাপাশি সমস্ত সমস্যা থেকে ভক্তদের রক্ষা করেন দেবী।(ছবি সৌজন্য- পিটিআই)
শারদীয়া দুর্গাপুজোর অষ্টমী তিথিতে পূজিত হন মা মহাগৌরী। তাঁকে ভোগ হিসেবে নারকেল নিবেদন করুন। এর ফলে মা অত্যন্ত সন্তুষ্ট হয়ে ভক্তদের মনের সব ইচ্ছা পূরণ করেন। (ছবি সৌজন্য- পিটিআই)
নবমী অর্থাৎ শেষ তিথিতে আদ্যাশক্তিকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করা হয়। এই দিনে মা সিদ্ধিদাত্রীকে ছোলা ভোগ হিসেবে নিবেদন করুন। তাহলে মায়ের আশীর্বাদে পরিবার সুখ ও শান্তি বজায় থাকার পাশাপাশি সমৃদ্ধিও আসবে। (ছবি সৌজন্য- পিটিআই)
ডিসক্লেমার : এই ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ এ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য- পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -