Mouni Roy: গোলাপি শাড়িতে তাক লাগাচ্ছেন মৌনী, মুগ্ধ নেটাগরিকরা
গোলাপি আভায় যেন উপচে পড়ছে তাঁর সৌন্দর্য্য। সোশ্যাল মিডিয়ায় গোলাপি শাড়িতে একগুচ্ছ ছবি পোস্ট করেন মৌনী রায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিয়ের দু'মাস পেরিয়েছেন মৌনী। দীর্ঘদিনের প্রেমিক সূর্য নাম্বিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি।
গত ২৭ জানুয়ারি গোয়ায় দীর্ঘদিনের প্রেমিক সূত্র নাম্বিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন বঙ্গকন্যা মৌনী রায়। সদ্য মধুচন্দ্রিমা কাটিয়ে ফিরেছেন মৌনী-সূর্য।
সোশ্যাল মিডিয়ায় মৌনীর কাশ্মীরি অ্যালবাম জুড়ে শুধুই বরফ আর বরফ। সেখানেই কখনও ম্যাগি খাচ্ছেন, কখনও বই পড়ছেন, কখনও সূর্যের কাঁধে মাথা রেখে উষ্ণতায় ডুবছেন মৌনী।
সোশ্য়াল মিডিয়ায় মধুচন্দ্রিমাযাপনের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন মৌনী। সেই ছবি জুড়ে কেবল বরফ আর বরফ। সেখানে কখনও বরফের মধ্যে ম্যাগি খাচ্ছেন অভিনেত্রী।
কখনও বই পড়ছেন মগ্ন হয়ে। কখনও সূর্যের কাঁধে মাথা রেখে উষ্ণতায় ডুবছেন মৌনী। শীতপোশাকেও বজায় রয়েছে মৌনীর স্টাইল স্টেটমেন্ট।
আজকের ফটোশ্যুটে গোলাপি শাড়ির সঙ্গে ভারি গয়না পরেছেন মৌনী। আলগা করে বাঁধা চুল পড়েছে মুখের ওপর।
সদ্য সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন মৌনী। সেখানে নীল শাড়িতে সমুদ্রের জলে পা ডুবিয়ে ভারতনাট্যম নাচে মজেছেন তিনি। পায়ে ঘুঙুর, সমুদ্রের ভিজে বালিতে ভরতনাট্যম নাচ করছেন মৌনী। সোশ্যাল মিডিয়ায় প্রিয় অভিনেত্রীর নাচের সেই ছবি দেখে মুগ্ধ নেটাগরিকরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নেন মৌনী। সেখানে ধরা পরে বাঙালি বিয়ের সাজে প্রাণবন্ত মৌনীর ঝলক। সেখানে ধরা পড়ল বিয়ের বিভিন্ন ঝলক।
বিয়ের বিভিন্ন রীতি রেওয়াজ হাসিমুখে পালন করছেন সূর্য-মৌনী। মৌনীর গালে চুম্বন করতেও দেখা গেল সূর্যকে। সকালে দক্ষিণী মতে বিয়ে আর রাতে বাঙালি। রাতে ফের বাঙালি মতে সূর্য নাম্বিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন মৌনী রায়। পান পাতায় মুখ ঢেকে সাত পাক ঘুরলেন অভিনেত্রী। হল মালাবদল, সিঁদুরদান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -