Exit Poll 2024
(Source: Poll of Polls)
Mrunal Thakur: মরাঠি ছবিতে হাতেখড়ি, এখন বলিউডে দাপাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ ম্রুণাল ঠাকুর
১৯৯২ সালের ১ অগাস্ট। মহারাষ্ট্রে ধুলে অঞ্চলে জন্ম নেন অধুনা হিন্দি ও মরাঠি ছবির জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১২ সালে কলেজে পড়াকালীন অভিনয়ে হাতেখড়ি। শুরু করেন 'মুঝসে কুছ কেহতি... ইয়ে খামোশিয়াঁ' ধারাবাহিক দিয়ে।
এরপর ২০১৪ সালে তিনি শুরু করেন 'কুমকুম ভাগ্য' ধারাবাহিকে কাজ। সেটা চলে ২০১৬ পর্যন্ত।
২০১৪ সালে 'বক্স ক্রিকেট লিগ ১' ও ২০১৫ সালে 'নাচ বলিয়ে ৭'-এ অংশ নেন ম্রুণাল।
অভিনেত্রীর সিনেমায় হাতেখড়ি হয় মরাঠি ছবি 'ভিট্টি দন্ডু'র হাত ধরে। ২০১৪ সালে মুক্তি পায়।
তাঁর পরবর্তী মরাঠি ছবি ছিল সুরাজ্য। ডাক্তার স্বপ্নার চরিত্রে দেখা যায় তাঁকে।
২০১২ সালে ম্রুণাল আন্তর্জাতিক ছবি 'লভ সোনিয়া'র কাজ শুরু করেন। যার জন্য তিনি কলকাতায় থাকতেন। এটি মুক্তি পায় ২০১৮ সালে।
২০১৯ সালে বলিউডে ডেবিউ করেন হৃত্বিক রোশনের বিপরীতে 'সুপার ৩০' ছবির হাত ধরে।
এছাড়া তাঁকে 'বটলা হাউজ', 'ঘোস্ট স্টোরিজ', 'তুফান', 'ধামাকা' ইত্যাদি ছবিতেও দেখা গেছে।
সম্প্রতি মুক্তি পেয়েছে 'জার্সি'। এছাড়া মুক্তির অপেক্ষায় তেলুগু 'সীতা রামাম'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -