Mumbai Rave Party Case: NCB অফিস থেকে আদালতের পথে আরিয়ান খান সহ ধৃতরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Oct 2021 12:50 PM (IST)
1
মাদক-যোগে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান খান সহ ৩।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
আজ তাদের আদালতে পেশ করা হবে।
3
এনসিবি অফিস থেকে আদালতের উদ্দেশে রওনা দিলেন তাঁরা।
4
আরিয়ান খানের আইনজীবী আজ তাঁর জামিনের আর্জি জানাবেন।
5
আরিয়ানের বিরুদ্ধে মাদক সেবন, কেনাবেচার অভিযোগ রয়েছে।
6
এনসিবি সূত্রের দাবি, লেন্স বক্সে মাদক লুকিয়ে রেখেছিলেন আরিয়ান।
7
শাহরুখ-পুত্র সহ ৩ জনের ফোন পাঠানো হচ্ছে ফরেন্সিক পরীক্ষায়।
8
শনিবার রাতে মুম্বই থেকে গোয়াগামী প্রমোদ তরী কর্ডেলিয়ায় বসেছিল রেভ পার্টি।
9
২৩ বছরের আরিয়ান দাবি করেছেন, তাঁকে ভিআইপি হিসেবে ক্রুজে আমন্ত্রণ জানানো হয়েছিল।
10
মাদক-যোগের অভিযোগে ক্রুজ থেকে মোট ৮ জনকে আটক করেছে এনসিবি।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -