National Doctor's Day 2022: সিলভার স্ক্রিনে ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন এই তারকারা, দেখুন ছবিতে
আজ National Doctor's Day। এই বিশেষ দিনে একঝলকে দেখে নেওয়া যাক কোন কোন অভিনেতা বড়পর্দায় ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরিনা কাপুর খানকে বেশ কয়েকটি হিন্দি ছবিতে ডাক্তারের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। প্রথমে মনে পড়ে 'থ্রি ইডিয়টস' ছবির কথা।
এর পাশাপাশি 'উড়তা পাঞ্জাব' এবং 'কিঁউ কি' ছবিতেও ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন বেবো।
হালফিলে পর্দার ডাক্তার চরিত্র হিসেবে নজর কেড়েছেন শাহিদ কাপুর। দক্ষিণী ছবি 'অর্জুন রেড্ডি'-র হিন্দি রিমেক 'কবীর সিং'-এ চিকিৎসকের ভূমিকায় দেখা গিয়েছে শাহিদকে।
মুন্নাভাই এমবিবিএস- রাজকুমার হিরানির এই ছবি এবং মুন্না-সার্কিটের জুটি আজীবন মনে রাখবেন দর্শকরা। এখানে ডাক্তারের ভূমিকায় দেখা গিয়েছিল সঞ্জয় দত্তকে।
শুধু সঞ্জয় দত্ত নন, সার্কিটের চরিত্রে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিলেন আরশাদ ওয়ারসিও।
এই ছবিতেই ডাক্তারের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল আর এক অভিনেত্রীকে। তিনি হলেন গ্রেসি সিং। এছাড়াও বোমান ইরানি চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছিলেন মুন্নাভাই এমবিবিএস সিনেমায়।
'কল হো না হো' ছবিতে ডাক্তারের চরিত্রে নজর কেড়েছিলেন সোনালি বেন্দ্রে। 'হাম সাথ সাথ হ্যায়' ছবিতেও ডাক্তারের চরিত্রে অভিনয় করেছিলেন সোনালি।
বলিউডের রোম্যান্স কিং শাহরুখ খানও ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন সিলভার স্ক্রিনে। 'ডিয়াল জিন্দেগি' ছবিতে চিকিৎসকের ভূমিকায় দেখা গিয়েছে কিং খানকে। তাঁর চরিত্রের নাম ছিল জাহাঙ্গির খান।
অমিতাভ বচ্চন এবং রাজেশ খান্না অভিনীত ব্লকবাস্টার ছবি 'আনন্দ'- এ চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। বিগ বি'র চরিত্রের নাম ছিল ডক্টর ভাস্কর ব্যানার্জি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -