Nawazuddin Siddiqui Birthday: ৪৮ পূরণ নওয়াজউদ্দিন সিদ্দিকির, রইল কিছু অজানা তথ্য
আপাতত কানস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। পোস্ট করলেন ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯ মে ৪৮ বছর পূর্ণ করলেন নওয়াজ। ১৯৭৪ সালে জন্ম নেন তিনি।
চিরাচরিত হিরো সুলভ চেহারা বা গড়ন ছাড়া যে কেবল অভিনয়ের অসাধারণ দক্ষতা দিয়েই নজর কাড়া যায় তার উদাহকরণ নওয়াজ।
১৯৯৯ সালে 'ন্যাশনাল স্কুল অফ ড্রামা' থেকে পড়াশোনা সেরে মুম্বইয়ে আসেন। সেই বছরেই বলিউডে অভিষেক হয়।
আমির খানের 'সরফরোশ' ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় দিয়ে শুরু। এছাড়া রাম গোপাল বর্মার 'স্কুল' ছবিতেও দেখা যায় তাঁকে।
টেলিভিশনে কাজের চেষ্টা করেন কিন্তু সফল হননি। ২০০৩ সালের রাজু হিরানির 'মুন্নাভাই এমবিবিএস' ছবিতে অভিনয় করেন নওয়াজ।
২০০২ থেকে ২০০৫ পর্যন্ত বিশেষ কাজ ছিল না নওয়াজের হাতে। চারজনের সঙ্গে শেয়ারে ভাড়া বাড়িতে থাকতেন তখন।
ভাগ্যের চাকা ঘোরে ২০১০ সালে অনুশা রিজভির 'পিপলি লাইভ' ছবির হাত ধরে। এই ছবিতে সকলের নজরে আসে তাঁর অভিনয়।
২০১২ সালে সুজয় ঘোষ পরিচালিত 'কাহানি' ছবিতে রগচটা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যায় নওয়াজকে। প্রশংসিত হন তিনি।
এরপর আসে অনুরাগ কাশ্যপের 'গ্যাংস অফ ওয়াসেপুর' সিরিজ। এই ছবিদুটির হাত ধরে খ্যাতির শিখরে পৌঁছন নওয়াজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -