Vicky Katrina Wedding New Photos: ভিকি-ক্যাটরিনার বিয়ের অদেখা ছবি ফাঁস করলেন নেহা ধুপিয়া
গত ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। নিরাপত্তা এবং চূড়ান্ত গোপনীয়তার মধ্যে দুই তারকার বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ের আগে কোনও ছবি প্রকাশ্যে না এলেও বিয়ের পর ভিকি-ক্যাটরিনা দুজনেই বিয়ের অনুষ্ঠানের নানা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন। এবার অভিনেত্রী নেহা ধুপিয়া ভিকি-ক্যাটরিনার বিয়ের অদেখা কিছু ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়েতে আমন্ত্রিত ছিলেন নেহা ধুপিয়া। সপরিবারে হাই ভোল্টেজ বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।
স্বামী অঙ্গদ বেদী ও দুই সন্তানকে নিয়ে ভিকি-ক্যাটের বিয়েতে হাজির ছিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া। তিনি যে উপস্থিত থাকতে চলেছেন, তা আগে থেকেই জানা যাচ্ছিল। জয়পুর বিমানবন্দরে তাঁদের দেখাও যায়।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিকি-ক্যাটরিনার বিয়েতে উপস্থিত থাকার নানা ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেন নেহা ধুপিয়া।
স্বামী অঙ্গদ বেদীর সঙ্গে ভিকি-ক্যাটরিনার বিয়ে উপভোগ করতে দেখা যাবে ছবিতে।
নেহা ধুপিয়া ছাড়াও ভিকি-ক্যাটরিনার বিয়েতে উপস্থিত ছিলেন পরিচালক কবীর খান এবং মিনি মাথুর। নেহা ধুপিয়ার পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে তাঁদেরকেও।
প্রসঙ্গত, এর আগেও ভিকি-ক্যাটরিনার বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করেন নেহা ধুপিয়া। হাতে মেহেন্দি করেছিলেন সেখানে। সেই ছবি শেয়ার করেন।
মেহেন্দি করা হাতের ছবি শেয়ার করে স্বামী অঙ্গদ বেদীকে খোঁজার কথা বলেন নেহা ধুপিয়া।
রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল ভিকি-ক্যাটরিনার বিয়ের আসর। নিরাপত্তা ও গোপনীয়তা ছিল চূড়ান্ত।
সাতশো বছরের পুরনো সিক্স সেন্সেস ফোর্টে রাজকীয় কায়দায় বিয়ে হয় ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -